প্রচ্ছদ

সরকার বেকারত্ব দূর করতে বিভিন্ন প্রকল্প বাস্তবায়ন করছে –মাহমুদ উস সামাদ চৌধুরী এমপি

০৯ এপ্রিল ২০১৬, ২০:৫৩

ফেঞ্চুগঞ্জ সমাচার

DSC00032-290x195সিলেট-৩ আসনের এমপি ও প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সদস্য মাহমুদ উস সামাদ চৌধুরী বলেছেন, বর্তমান সরকার বেকারত্ব দূর করতে বিভিন্ন প্রকল্পের মাধ্যমে শিক্ষিত যুবক, যুবতীদের প্রশিক্ষণ ও ঋণ বিতরণের মাধ্যমে নিজেকে এবং পরিবারকে সাবলম্বী করে গড়ে তোলার জন্য বিভিন্ন প্রকল্প বাস্তবায়ন করে যাচ্ছেন। এছাড়া শিক্ষা ব্যবস্থাকে যুগোপযোগি করে গড়ে তুলতে শিক্ষক স্বল্পতা দূরকরণ, নতুন ভবন নির্মাণ, ওয়াস রুম নির্মাণ সহ শিক্ষার্থীদেরকে তৃণমূল পর্যায় থেকে শিক্ষার পাশাপাশি সকল ক্ষেত্রে পারদর্শী করে গড়ে তোলা হচ্ছে।

এমপি মাহমুদ উস সামাদ চৌধুরী গতকাল ৯ এপ্রিল শনিবার সকালে দক্ষিণ সুরমা উপজেলা কমপ্লেক্সে মহিলাদের মধ্যে সেলাইমেশিন ও টিউবওয়েল বিতরণ এবং ৩৭ লাখ ২৫ হাজার টাকা ব্যয়ে নির্মিত পূর্বভাগ মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয়ের উধর্বমুখী ভবনের উদ্বোধন কালে পৃথক পৃথক অনুষ্ঠানে সিলেট-৩ আসনের এমপি ও প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সংসদীয় স্থায়ী কমিটির প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।

fileএ সময় উপস্থিত উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ ইমাদ উদ্দিন নাসিরী, ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা বিজেন ব্যানার্জী, উপজেলা প্রকৌশলী দূর্গেশ চন্দ্র দত্ত, কামাল বাজার ইউনিয়ন পরিষদের প্রশাসক চন্দন দত্ত, উপজেলা আওয়ামীলীগের সভাপতি হাজী সাইফুল আলম, যুগ্ম সম্পাদক রাজ্জাক হোসেন, মোগলাবাজার থানার ওসি খায়রুল ফজল, সিলেট রেড ক্রিসেট সোসাইটির সাবেক সাধারণ সম্পাদক কফিল আহমদ চৌধুরী, পূর্বভাগ মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি আব্দুল মন্নান রেজান, প্রধান শিক্ষক অর্চণা রাণী দে, আওয়ামীলীগ নেতা নজমুল আলম, শাহ ছমির উদ্দিন, কামাল বাজার ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আনোয়ার হোসেন, সাধারণ সম্পাদক আবুল হোসেন, সেলিম আহমদ মেম্বার, জামান মিয়া, কুতুব উদ্দিন, আব্দুল মতিন মেম্বার, দুলু মিয়া, রুহুল ইসলাম, মুজিবুর রহমান, রিপন আহমদ, বেলাল আহমদ জীবন প্রমুখ।

IMG-20160409-WA0008বিকেলে, এমপি মাহমুদ সামাদ চৌধুরী দাউদপুরে গ্রাম বিদ্যুতায়ন প্রকল্পের উদ্বোধন করেন। এ সময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন পল্লী বিদ্যুত সমিতি সিলেট-১ এর পরিচালক সৈয়দ মকবুল হোসেন মাখন ও সাইফুদ্দিন আল মিঠু, সহকারী ম্যানেজার বিপ্লব সরকার, বিশিষ্ট সমাজসেবী শওকত আহমদ কোরেশী, দাউদপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি জামাল হোসেন, প্রধান শিক্ষক ঝুমকী রায়, খিজির খান, পংকি মিয়া, আহমদ হোসেন খোকন, মনসুর আহমদ, আলী আহমদ প্রমুখ।

সংবাদটি ভাল লাগলে শেয়ার করুন
0Shares

সর্বশেষ সংবাদ শিরোনাম

ফেসবুকে ফেঞ্চুগঞ্জ সমাচার