ক্লাসে ফিরলেন সিকৃবির শিক্ষকরা
১০ এপ্রিল ২০১৬, ১৮:২১
১০ এপ্রিল ২০১৬ :: অবশেষে ধর্মঘট প্রত্যাহার করে ক্লাসে ফিরেছেন সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের (সিকৃবি) শিক্ষকরা। শিক্ষকরা ক্লাসে ফেরায় ২৫ দিন পর অচলাবস্থা কেটেছে বিশ্ববিদ্যালয়টির। শিক্ষক নিয়োগ নিয়ে প্রক্টর ও রেজিস্ট্রারের মধ্যে সংঘটিত অপ্রীতিকর ঘটনা নিয়ে গত ১৬ মার্চ থেকে শিক্ষকরা ক্লাস-পরীক্ষা বর্জন করে ধর্মঘটের ডাক দিয়েছিল।
বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়- সিকৃবিতে শিক্ষক নিয়োগ নিয়ে গত ১৫ মার্চ রাতে প্রক্টর আবদুল বাছেত ও রেজিস্ট্রার বদরুল ইসলাম শোয়েবের মধ্যে অপ্রীতিকর ঘটনা ঘটে। এ ঘটনার জের ধরে প্রক্টরের পক্ষ নিয়ে শিক্ষকরা এবং রেজিস্ট্রারের পক্ষ নিয়ে কর্মকর্তা-কর্মচারীরা ধর্মঘটের ডাক দেয়। বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের হস্তক্ষেপে ২০ মার্চ থেকে কর্মকর্তা-কর্মচারীরা কাজে ফিরলেও শিক্ষকরা ধর্মঘট চালিয়ে যান। ফলে বিশ্ববিদ্যালয়ে অচলাবস্থা দেখা দেয়। ক্লাস-পরীক্ষা না হওয়ায় বেশিরভাগ শিক্ষার্থী ক্যাম্পাস ছেড়ে চলে যান।
এ অবস্থায় বিশ্ববিদ্যালয়কে সচল রাখতে সিলেটের রাজনৈতিক নেতৃবৃন্দ ও প্রশাসনের উচ্চ পদস্থ কর্মকর্তারা হস্তক্ষেপ করেন। তারা উভয় পক্ষকে নিয়ে বৈঠক করে বিষয়টি নিষ্পত্তি করেন। ফলে রবিবার থেকে শিক্ষকরা ধর্মঘট প্রত্যাহার করে ক্লাসে ফিরে যান।
সংবাদটি ভাল লাগলে শেয়ার করুন