প্রচ্ছদ

সাকিবের দিকে তাকিয়ে কলকাতা

১০ এপ্রিল ২০১৬, ১৭:২৯

ফেঞ্চুগঞ্জ সমাচার

imagesমুম্বাই-পুনে ম্যাচ দিয়ে আইপিএলের নবম আসর মাঠে গড়িয়েছে গতকাল শনিবার। তবে টাইগার ভক্তদের জন্য আইপিএল শুরু হচ্ছে আজ! এবারের আসরে সাকিব আল হাসানের দল কলকাতা নাইট রাইডার্সের প্রথম ম্যাচ আজ। ঘরের মাঠ ইডেন গার্ডেনে সাকিবদের প্রতিপক্ষ জহির খানের দিল্লি ডেয়ারডেভিলস।

শুভ সূচনার জন্য আজ অলরাউন্ডার সাকিবের দিকেই তাকিয়ে থাকবে কলকাতা। প্রথম ম্যাচে দুই অলরাউন্ডার সাকিব ও অান্দ্রে রাসেলকে সামনে রেখে রণকৌশল সাজাচ্ছেন কেকেআর কোচ জ্যাক ক্যালিস।
ক্যারিবীয় অফ-স্পিনার সুনিল নারাইন বোলিংয়ের বৈধতা পেলেও বাবার মৃত্যুর খবরে গত সপ্তাহে দেশে ফিরেছেন তিনি। সেক্ষেত্রে আজ দলের স্পিন আক্রমণের নেতৃত্বে থাকবেন সাকিবই।

শুধু বোলিং নয়, ব্যাট হাতেও দলের বড় ভরসা সাকিব। কারণ কলকাতার টপ অর্ডারের তিন ব্যাটসম্যান অধিনায়ক গৌতম গম্ভীর, রবিন উথাপ্পা ও ইউসুফ পাঠান গত তিন মাসে কোনও প্রতিযোগিতামূলক ম্যাচ খেলেননি। এছাড়া আইপিএলে সব মিলিয়ে সাকিবের রেকর্ড বেশ উজ্জ্বল। ৩২ ম্যাচে ৩৮ উইকেট নেওয়ার পাশাপাশি তার ব্যাট থেকে এসেছে ৩৮৩ রান।

সংবাদটি ভাল লাগলে শেয়ার করুন
0Shares

সর্বশেষ সংবাদ শিরোনাম

ফেসবুকে ফেঞ্চুগঞ্জ সমাচার