বিএনপি-জামায়াত সহিংসতা না চালালে আরো আগেই প্রবৃদ্ধি সাত শতাংশ ছাড়িয়ে যেতো : প্রধানমন্ত্রী শেখ হাসিনা
১১ এপ্রিল ২০১৬, ২৩:০৪
১১ এপ্রিল ১৬ঃ ঢাকা মহানগর নেতৃবৃন্দকে জঙ্গিবাদ দমনে কঠোর নজরদারির
নির্দেশ দেন আওয়ামীলীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
সোমবার সন্ধ্যায় গণভবনে আওয়ামীলীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে
ফুলের তোড়া দিয়ে শুভেচ্ছা জানান ঢাকা মহানগর আওয়ামী লীগের নবগঠিত
উত্তর ও দক্ষিণের সভাপতি ও সাধারণ সম্পাদকগণ।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বিএনপি-জামায়াত দীর্ঘ তিন মাস সহিংসতা না
চালালে আরো আগেই প্রবৃদ্ধি সাত শতাংশ ছাড়িয়ে যেতো।
আওয়ামী লীগের ঢাকা মহানগর ও বিভিন্ন ওয়ার্ডের নবনির্বাচিত কমিটির সাথে
বৈঠকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এসব কথা বলেন।
গণভবনে সোমবার সন্ধ্যা ছয়টার দিকে নতুন কমিটির নেতৃবৃন্দের সাথে মতবিনিময় করেন প্রধানমন্ত্রী। এ সময় আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলামসহ সিনিয়র নেতারা উপস্থিত ছিলেন।
সভায় ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণের নবনির্বাচিত কমিটি ও বিভিন্ন ওয়ার্ডের নেতারা উপস্থিত ছিলেন। এ সময় প্রধানমন্ত্রী ঢাকা মহানগর নেতৃবৃন্দকে জঙ্গিবাদ দমনে কঠোর নজরদারির নির্দেশ দেন।
প্রধানমন্ত্রী বলেন, বঙ্গবন্ধুর আদর্শকে ধারণ করে সবাইকে নিয়ে একসাথে কাজ
করতে হবে।