প্রচ্ছদ

বিএনপি-জামায়াত সহিংসতা না চালালে আরো আগেই প্রবৃদ্ধি সাত শতাংশ ছাড়িয়ে যেতো : প্রধানমন্ত্রী শেখ হাসিনা

১১ এপ্রিল ২০১৬, ২৩:০৪

ফেঞ্চুগঞ্জ সমাচার

FB_IMG_1460393838834-1১১ এপ্রিল ১৬ঃ ঢাকা মহানগর নেতৃবৃন্দকে জঙ্গিবাদ দমনে কঠোর নজরদারির
নির্দেশ দেন আওয়ামীলীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
সোমবার সন্ধ্যায় গণভবনে আওয়ামীলীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে
ফুলের তোড়া দিয়ে শুভেচ্ছা জানান ঢাকা মহানগর আওয়ামী লীগের নবগঠিত
উত্তর ও দক্ষিণের সভাপতি ও সাধারণ সম্পাদকগণ।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বিএনপি-জামায়াত দীর্ঘ তিন মাস সহিংসতা না
চালালে আরো আগেই প্রবৃদ্ধি সাত শতাংশ ছাড়িয়ে যেতো।

আওয়ামী লীগের ঢাকা মহানগর ও বিভিন্ন ওয়ার্ডের নবনির্বাচিত কমিটির সাথে
বৈঠকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এসব কথা বলেন।

গণভবনে সোমবার সন্ধ্যা ছয়টার দিকে নতুন কমিটির নেতৃবৃন্দের সাথে মতবিনিময় করেন প্রধানমন্ত্রী। এ সময় আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলামসহ সিনিয়র নেতারা উপস্থিত ছিলেন।

সভায় ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণের নবনির্বাচিত কমিটি ও বিভিন্ন ওয়ার্ডের নেতারা উপস্থিত ছিলেন। এ সময় প্রধানমন্ত্রী ঢাকা মহানগর নেতৃবৃন্দকে জঙ্গিবাদ দমনে কঠোর নজরদারির নির্দেশ দেন।

প্রধানমন্ত্রী বলেন, বঙ্গবন্ধুর আদর্শকে ধারণ করে সবাইকে নিয়ে একসাথে কাজ
করতে হবে।

সংবাদটি ভাল লাগলে শেয়ার করুন
0Shares

সর্বশেষ সংবাদ শিরোনাম

ফেসবুকে ফেঞ্চুগঞ্জ সমাচার