প্রচ্ছদ

একনেকে আট উন্নয়ন প্রকল্প অনুমোদন

১২ এপ্রিল ২০১৬, ১৪:৪৭

ফেঞ্চুগঞ্জ সমাচার

acnec_9723ফাইল ছবি

জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) বৈঠকে নতুন আটটি উন্নয়ন প্রকল্পের অনুমোদন দেয়া হয়েছে। এতে ব্যয় ধরা হয়েছে ৩ হাজার ৫৮৪ কোটি টাকা।

মঙ্গলবার রাজধানীর আগারগাঁওয়ে এনইসি সম্মেলনে কক্ষে এ বৈঠক অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

অনুমোদিত আট প্রকল্পে ব্যয় হবে সরকারি অর্থায়ন এক হাজার ৫৭১ কোটি ৪৬ লাখ টাকা। সংস্থার নিজস্ব তহবিল ৯৮ কোটি ৭২ লাখ এবং প্রকল্প সাহ‍ায্য এক হাজার ৯১৩ কোটি ৮১ লাখ টাকা।

একনেক সভা শেষে এক সংবাদ ব্রিফিংয়ে পরিকল্পনা মন্ত্রী আ হ ম মুস্তফা কামাল বলেন, জিডিপি নিয়ে বিশ্বব্যাংকের পূর্বাভাস ঠিক নয়। বিশ্বব্যাংক একেক সময় একেক রকম প্রতিবেদন দেয়।

তিনি বলেন, ‘সাউথ এশিয়ান স্প্রিং’ রিপোর্টে বিশ্বব্যাংক বলেছে- ২০১৪-১৫ অর্থবছরে প্রবৃদ্ধি হবে ৫ দশমিক ৬ শতাংশ। পরবর্তীতে সাউথ এশিয়ান স্প্রিং বৈঠক ২০১৫ তে বলা হলো ২০১৫ অর্থবছরে প্রবৃদ্ধি হবে ৬ দশমিক ১ শতাংশ।

বিশ্বব্যাংকের দেয়া তথ্য ভুল আখ্যা দিয়ে পরিকল্পণা মন্ত্রী বলেন, কিন্তু প্রবৃদ্ধি আমাদের হিসেবে হয়েছিল ৬ দশমিক ৫৫ শতাংশ। বিশ্বব্যাংক সেটি মেনে নিয়ে পরবর্তীতে বলেছে- ২০১৫ সালে প্রবৃদ্ধি ৬ দশমিক ৫ শতাংশ এবং ২০১৬ সালে প্রবৃদ্ধি হবে ৬ দশমিক ৩ শতাংশ।

মুস্তফা কামাল বলেন, গ্লোবাল প্রসপেকটাস ২০১৫ প্রতিবেদনে বিশ্বব্যাংক বলেছে- চলতি ২০১৫-১৬ অর্থবছরে প্রবৃদ্ধি হবে ৬ দশমিক ৭ শতাংশ। শেষে আবার কমিয়ে এখন বলছে ৬ দশমিক ৩ শতাংশ। তাই তাদের প্রক্ষেপণ ঠিক নয়।

সংবাদটি ভাল লাগলে শেয়ার করুন
0Shares

সর্বশেষ সংবাদ শিরোনাম

ফেসবুকে ফেঞ্চুগঞ্জ সমাচার