প্রচ্ছদ

কুশিয়ারা নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে জরিমানা

১৭ এপ্রিল ২০১৬, ০০:৩৮

ফেঞ্চুগঞ্জ সমাচার

FB_IMG_1460830850874ফেঞ্চুগঞ্জে কুশিয়ারা নদী থেকে ড্রেজার দিয়ে অবৈধভাবে বালু উত্তোলন করায় ভ্রাম্যমান আদালত ৪ শ্রমিককে  আর্থিক জরিমানা ও বালু উত্তোলনের সরঞ্জাম জব্দ করেছে।

শনিবার (১৬ এপ্রিল) সকালে  ভ্রাম্যমান আদালত পরিচালিত হয়।

পুলিশ ও ইউএনওর কার্যালয় সুত্রে জানা গেছে- কুশিয়ারা নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন করা হচ্ছে এমন খবর পেয়ে ফেঞ্চুগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট হুরে জান্নাত কুশিয়ারা নদীতে অভিযান পরিচালনা করেন। উত্তর ইসলামপুর এলাকা থেকে বালু উত্তোলনের কাজে নিয়োজিত  বড় একটি বোটসহ বালু উত্তোলনের সরঞ্জাম জব্দ করেন।

এ সময় বালু উত্তোলনে সংশ্লিষ্টদের ৫৫ হাজার টাকা জরিমানা ও অনাদায়ে ১৫ দিনের বিনাশ্রমে কারাদন্ড প্রদান করেন।

এ ব্যাপারে ফেঞ্চুগঞ্জ উপজেলার ইউ,এনও হুরে জান্নাত বলেন, বালু উত্তোলনের কোন অনুমতিপত্র না থাকায় অবৈধভাবে বালু উত্তোলনের অপরাধে মালামাল জব্দ ও শ্রমিকদের বিরুদ্ধে আর্থিক জরিমানা করা হয়েছে।

সংবাদটি ভাল লাগলে শেয়ার করুন
0Shares

সর্বশেষ সংবাদ শিরোনাম

ফেসবুকে ফেঞ্চুগঞ্জ সমাচার