ফেঞ্চুগঞ্জ উপজেলা বর্ষবরণ পরিষদের ৩য় দিন শিক্ষার্থীদের অংশগ্রহণে বিতর্ক প্রতিযোগিতা
১৭ এপ্রিল ২০১৬, ১৫:৩৩

বাঙ্গালীর ঐতিহ্য বাংলা বর্ষবরণ ১৪২৩ বাংলা উদযাপন উপলক্ষ্যে ফেঞ্চুগঞ্জ উপজেলা বর্ষবরণ পরিষদের উদ্দ্যোগে আয়োজিত ৩ দিন ব্যাপী বৈশাখী মেলা উপলক্ষ্যে ৩য় দিন শনিবার সকাল ১১ঘটিকায় অনুষ্টিত হয় মাধ্যমিক স্কুলের শিক্ষার্থীদের অংশগ্রহণে বিতর্ক প্রতিযোগিতা।উক্ত বিতর্ক প্রতিযোগিতায় ফেঞ্চুগঞ্জের বিভিন্ন স্কুলের শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন তিনধাপে অনুষ্টিত প্রতিযোগিতায় ১ম স্থান অধিকারী বিজয়ী দল ফরিজা খাতুন বালিকা উচ্চ বিদ্যালয় ২য় স্থান অর্জন করেন মাহমুদ উস সামাদ ফারজানা চৌধুরী গার্লস স্কুল।প্রতিযোগীতা শেষে সংক্ষিপ্ত আলোচনা সভা ও পুরুষ্কার বিতরণী অনুষ্টানে সভাপতিত্ব করেন ফেঞ্চুগঞ্জ উপজেলা বর্ষবরণ পরিষদের সভাপতি ছাত্রনেতা মাসার আহমদ শাহ্ বর্ষবরণ পরিষদের যুগ্ন সাধারণ সম্পাদক মেহরাব হোসেন জুনেল এর পরিচালনায় অনুষ্টিত সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ফেঞ্চুগঞ্জ ডিগ্রী কলেজের ভাইস প্রিন্সিপাল সৈয়দ নুরুজ্জামান বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চন্ডী প্রসাদ স্কুলের প্রধান শিক্ষক বাবু কাঞ্চন চন্দ্র দেব শিক্ষানুরাগী আমেরিকা প্রবাসী শাহ্জাহান শাহ্ শিক্ষানুরাগী লন্ডন প্রবাসী আয়াছুল করিম আয়াছ পরে বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরষ্কার বিতরণ ও অংশগ্রহন কারী সকল শিক্ষার্থীদের আপ্যায়ন করা হয়।