প্রচ্ছদ

কৃষকদের মাথায় করে রাখা উচিত, তাঁদের সবচেয়ে বেশি সম্মান করা উচিত : প্রধানমন্ত্রী শেখ হাসিনা

১৯ এপ্রিল ২০১৬, ২২:১৫

ফেঞ্চুগঞ্জ সমাচার

FB_IMG_1461073591969কৃষক লীগের ৪৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্‌যাপন উপলক্ষে আজ মঙ্গলবার রাজধানীর খামারবাড়িতে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, দেশের সাত শতাংশ প্রবৃদ্ধি ও ধারাবাহিক উন্নয়ন বিস্ময়ের কিছু নয়, সরকারের ধারাবাহিক পরিকল্পনারই ফল।

কৃষকদের মাথায় করে রাখা উচিত এবং তাঁদের সবচেয়ে বেশি সম্মান করা উচিত বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

এসময় তিনি বলেন, এতদিন স্বাধীনতাবিরোধীরা ক্ষমতায় থাকায় দেশে কোনো উন্নয়নই হয়নি।

প্রধানমন্ত্রী বলেন, ‘পৃথিবীতে আমরাই বোধহয় একমাত্র দেশ যারা অর্থনীতিকে সচল রাখতে পেরেছি। আমরা প্রবৃদ্ধি ৬ ভাগের উপরে অর্জন করেছি এবং ধরে রেখেছি।

বর্তমানে আমরা ৭ ভাগে চলে এসেছি। অনেকে এটাকে বিস্ময়কর মনে করে। আমি বলি এটা বিস্ময় নয়, এটা হচ্ছে যথাযথ পরিকল্পনা গ্রহণ এবং সেই মোতাবেক পদক্ষেপ নেয়া। এটা আমাদের দেশপ্রেম। যার সুফল আজকে দেশের মানুষ পাচ্ছে।’

তিনি আরও বলেন, ‘আমরা অনেক আগেই বাংলাদেশকে আরও উন্নত সমৃদ্ধ করতে পারতাম। ১৯৭৫ সালের ১৫ আগস্টের কালরাতে ঘাতকের নির্মম বুলেটের আঘাতে জাতির পিতাকে সপরিবারে নির্মমভাবে হত্যা করা হয়। এরপরই থেকেই নেমে আসে অমানিশার অন্ধকার। এরপর ২১ বছর এদেশের মানুষ তাদের ভাগ্য পরিবর্তনের কোন সুযোগই পায়নি।’

শেখ হাসিনা বলেন, ‘আমাদের ছাত্র-ছাত্রী স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়ে পড়ে। তাদেরও কৃষি মাঠে নিয়ে যাওয়া দরকার। তাদের হাত দিয়ে কিছু কাজ করানো উচিত। হাতে-কলমে শিক্ষা দেয়া উচিত। তার জন্য অতিরিক্ত নম্বর দেয়ার দরকার হলে সেটাও তাদের দেয়া উচিত। যাতে কৃষিকাজকে কেউ ছোট চোখে না দেখে।’

সংবাদটি ভাল লাগলে শেয়ার করুন
0Shares

সর্বশেষ সংবাদ শিরোনাম

ফেসবুকে ফেঞ্চুগঞ্জ সমাচার