সিলেটের উন্নয়ন নিয়ে অর্থমন্ত্রণালয়ে সভা অনুষ্ঠিত
২৫ এপ্রিল ২০১৬, ১১:১৮
রবিবার দুপুরে ঢাকায় বাংলাদেশ সচিবালয় অর্থমন্ত্রনালয়ের সভাকক্ষে সিলেট এক আসনের বিভিন্ন উন্নয়ন প্রকেল্পর বাস্তবায়ন ও অগ্রগতি সম্পর্কিত এক জরুরি সভা অনুষ্ঠিত হয়।স্থানীয় সংসদ সদস্য অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত এর পক্ষ থেকে উন্নয়ন বিষয়ে দায়িত্বপ্রাপ্ত অর্থ বিভাগের অতিরিক্ত সচিব জালাল আহমেদ এর সভাপতিত্বকে অনুষ্ঠিত এ সভায় সরকারের বিভিন্ন সংস্থার অধীনে বাস্তবায়নাধীন চলমান বিভিন্ন উন্নয়ন প্রকেল্পর সর্বশেষ অগ্রগতি সম্পর্কে উপস্থাপন করেন স্ব স্ব দপ্তরের প্রধানগন।এ ছাড়াও সিলেট জেলা ও জেলার বাহিরে বিশেষ করে সিলেট-কোম্পানিগঞ্জ-ভোলাগঞ্জ,সিলেট-সুনামগঞ্জ জাতীয় মহা সড়কের কাজ দ্রুত শুরু করার জন্য সড়ক ও জনপথ বিভাগের উপর গুরুত্বারুপোর করা হয়।সওজ এর অধীনে চলমান অন্যান্য প্রকল্প দ্রুততার সঙ্গে সমাপ্ত করার তাগিদ দেওয়া হয়।বাদাঘাট-বিমানবন্দর বাইপাস সড়ক জাতীয় সড়কের সমমানে উন্নতি করতে ইতো মধ্যে চুড়ান্ত প্রক্রিয়ার কাজ চলছে।সিলেট বিমানবন্দর-চৌকিদিখী পর্যন্ত চার লেনের রাস্তায় উন্নিত করার প্রক্রিয়া শুরু হয়েছে বলে সভায় জানানো হয়।
সিলেট ওসামানী মেডিকেল কলেজ হাসপাতাল,ডাঃশামসুদ্দীন আহমদ বিশেসায়িত শিশু হাসপাতাল,সিলেট সদর হাসপাতালের বিভিন্ন সমস্যা ও তার সমাধানে দ্রুত করনীয় বিষয় নিয়ে সভায় ব্যাপক আলোচনা হয়।সভায় বাদাঘাটে নির্মানাধীন সিলেট কেন্দ্রীয় কারাগার নির্মান কাজে ভাটা পড়ায় উদ্বেগ প্রকাশ করে অসমাপ্ত কাজ দ্রুত সমাপ্ত করার জন্য প্রকল্প বাস্তবায়ন কারী সংস্থা সিলেট গণপূর্ত বিভাগের উপর চাপ প্রয়োগ করা হয়।
সিলেট নগরীর বিশুদ্ধ খাবার পানি সংকট,জলাবদ্ধতা ইত্যাদি বিষয় নিয়ে আলোচনা হয়,নগরীর পানি সংকট সমাধানে সিলেটে স্থাপিত ওয়াটার ট্রিটমেন্টপ্লান্ট এর কাজ দ্রুত সম্পন্ন করে আগামী দুই মাসের মধ্যে চালু করা হবে বলে সভায় জানান জন স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী।
সভায় শিক্ষা প্রকৌশল অধিদপ্তর,পানি উন্নয়ন বোর্ড,জেলা পরিষদ,স্হানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর এল জি ই ডি,বিদ্যুত উন্নয়ন বোর্ড পিডিবির,পল্লী বিদ্যুত সমিতি আর ই বি , সিলেট জেলা পুলিশ,মেট্রোপলিটন পুলিশ সহ উন্নয়ন সংশ্লিষ্ট সকল বিভাগের প্রতিনিধি গন্ধ সভায় উপস্থিত ছিলেন।সভায় বিশেষ করে ঢাকা-সিলেট মহাসড়ক চার লেন,আখাউড়-সিলেট ট্রেইন লাইন কে ডাবল লাইনে উন্নিতকরেন,টুকের বাজার বাদাঘাট এলাকায় নতুন একটি ফায়ার ষ্টেসন স্হাপনের বিষয়টি সভায় বিশেষ গুরুত্ব পায়। সভায় সাবেক রাষ্ট্রদূত ড,এ কে আব্দুল মোমেন,রুপালী ব্যাংক এর সাবেক চেয়ারম্যান ড,আহমদ আল কবির,সিলেট সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান আশফাক আহমদ,স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক ডাঃইহতেশামুল হক চৌধুরী দুলাল,ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোঃ আব্দুস ছবুর মিয়া,সিলেট সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা এনামুল হাবিব,সাংবাদিক মকসুদ আহমদ মকসুদ,অর্থ মন্ত্রীর ব্যাক্তিগত কর্মকর্তা জাবেদ সিরাজ,কিশোর ভট্টাচার্য জনি প্রমুখ উপস্থিত ছিলেন।