পঞ্চম ধাপ ইউপি নির্বাচন : সিলেট বিভাগের ৮০ ইউনিয়নে আওয়ামী লীগের প্রার্থী তালিকা চূড়ান্ত
২৬ এপ্রিল ২০১৬, ১১:৩৯
ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনের পঞ্চম ধাপে সিলেট বিভাগের ৮০টিসহ ৭৩৩ প্রার্থী চূড়ান্ত করেছে আওয়ামী লীগ। গত রোববার (২৪ এপ্রিল) দুপুরে আওয়ামী লীগ সভানেত্রীর ধানমন্ডির রাজনৈতিক কার্যালয়ে প্রার্থীর এ তালিকা ঘোষণা করেন দলটির যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ।
প্রার্থী তালিকা ঘোষণার সময় মাহবুব উল আলম হানিফ বলেন, সামনের নির্বাচনগুলো সম্পূর্ণ ত্রুটি ছাড়া সম্পন্ন হবে বলে আমরা আশা করছি। নির্বাচনকে ত্রুটিহীন করার জন্য আওয়ামী লীগ নির্বাচন কমিশনকে সর্বোচ্চ সহযোগিতা করবে। সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে হানিফ বলেন, মনোনয়ন নিয়ে যে অভিযোগগুলো উঠেছে, মাঠপর্যায়ে আমরা খবর নিয়ে দেখেছি অভিযোগগুলো ভিত্তিহীন। সংবাদ সম্মেলনে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক দিপু মনি, সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন, আ ফ ম বাহাউদ্দিন নাছিম, খালিদ মাহমুদ চৌধুরী প্রমুখ উপস্থিত ছিলেন।
প্রার্থী তালিকা: সিলেট জেলার ওসমানীনগর উপজেলার প্রার্থীরা হলেন- উমরপুর ইউনিয়নে মোঃ গোলাম কিবরিয়া, সাদিপুরে মোঃ কবির উদ্দিন আহমদ, পশ্চিম পৈলনপুরে শেরওয়ান আহমদ, বুরুঙ্গাবাজারে মোঃ মকদ্দুছ আলী, গোয়ালাবাজারে পীর মোঃ মজনু মিয়া, তাজপুরে অরুনোদয় পাল, দয়ামীরে মোঃ আব্দুল হামিদ ও উছমানপুরে মোঃ নেফা মিয়া।
বালাগঞ্জ উপজেলার প্রার্থীরা হলেন- পূর্ব পৈলনপুরে মোঃ আব্দুল মতিন, বোয়ালজুরে আনহার মিয়া, দেওয়ানবাজারে আব্দুল কাদির, পশ্চিম গৌরিপুরে হাজী মোঃ আমিরুল ইসলাম মধু, বালাগঞ্জে মোঃ আব্দুল মতিন, পূর্ব গৌরিপুরে হিমাংশু রঞ্জন দাস।
মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার প্রার্থীরা হলেন- মীর্জাপুরে আবু সুফিয়ান চৌধুরী, ভুনবীরে মোঃ আব্দুর রশীদ, শ্রীমঙ্গলে ভানু লাল রায়, সিন্দুর খাঁন-এ মোঃ আব্দুল্লাহ আল হেলাল, কালাপুরে মোঃ আব্দুল মতলিব, আশিদ্রোনে রনেন্দ্র প্রসাদ বর্ধন, রাজঘাটে বিজয় বুনার্জী, কালীঘাটে প্রানেশ গোয়ালা, সাতগাঁওয়ে রঘুনাথ দেব রিংকু।
কমলগঞ্জ উপজেলার প্রার্থীরা হলেন- রহিমপুরে মোঃ ইফতেখার আহমেদ বদরুল, পতনঊষারে মোঃ তওফিক আহমদ বাবু, মুন্সীবাজারে আব্দুল মোতালিব তরফদার, শমসেরনগরে জুয়েল আহমদ, কমলগঞ্জে মোঃ আব্দুল হানড়বান, আলীনগর মোঃ ফজলুল হক বাদশা, আদমপুরে মোঃ সাব্বির আহমদ ভুঁইয়া, মাধবপুরে মোঃ আসিদ আলী, ইসলামপুরে মোঃ সুলেমান মিয়া।
হবিগঞ্জের মাধবপুর উপজেলার প্রার্থীরা হলেন- ধর্মঘর ইউনিয়নে ফারুক আহমেদ, চৌমুহনীতে মোহাম্মদ আপন মিয়া, বহরায় মোঃ আলা উদ্দিন, অদাঐর-এ ফারুক পাঠান, আন্দিউরায় আলহাজ্ব আতিকুর রহমান, শাহাজাহানপুরে মোঃ আব্দুর রাজ্জাক, জগদীশপুরে মোঃ শফিকুল ইসলাম, বুল্লায় মোঃ বশির মিয়া, নোয়াপাড়ায় শেখ মোজাহিদ বিন ইসলাম, ছাতিয়াইনে খায়রুল হোসাইন (মনু), বাঘাসুরায় আলাউদ্দিন তালুকদার।
নবীগঞ্জের প্রার্থীরা হলেন- কুর্শিতে আলী আহমেদ, করগাঁওয়ে নির্মলেন্দু দাশ রানা, নবীগঞ্জে সাজু আহমদ চৌধুরী, দেবপাড়ায় মোঃ আব্দুল মোহিত চৌধুরী, গজনাইপুরে নজরুল ইসলাম, কালিয়ারভাঙ্গায় ইমদাদুল হক চৌধুরী, পানিউমদায় ইজাজুর রহমান।
সুনামগঞ্জের দিরাই উপজেলার প্রার্থীরা হলেন- রফিনগরে মোঃ রেজুয়ান হোসেন খাঁন, ভাটিপাড়ায় জাহেদুল ইসলাম চৌধুরী, রাজানগরে সৌম্য চৌধুরী, চরনারচরে পরিতোষ রায়, সরমঙ্গলে কানুলাল দাস, করিমপুরে আছাব উদ্দীন সরদার, জগদলে মোঃ হুমায়ুন রশীদ, তাড়লে মোঃ আহম্মদ চৌধুরী, কুলঞ্জ ইউনিয়নে মোঃ মিলন মিয়া।
শাল্লা উপজেলার প্রার্থীরা হলেন- আটগাঁওয়ে আবুল কাশেম আজাদ, হবিবপুরে বিবেকানন্দ মজুমদার বকুল, বাহাড়ায় বিধান চন্দ্র চৌধুরী, শাল্লায় মোঃ ছাতার মিয়া। জগন্নাথপুর উপজেলার প্রার্থীরা হলেন- পাইলগাঁওয়ে মোঃ আপ্তাব উদ্দিন, পাটলীতে মোঃ আংগুর মিয়া, কলকলিয়ায় দ্বীপক কান্তি দে, সৈয়দপুরে মোহাম্মদ আবুল হাসান, চিলাউড়াহলদিপুরে মোঃ আরশ মিয়া, আশারকান্দিতে শাহ্ আবু ইমানী।
নবীগঞ্জ উপজেলার প্রার্থীরা হলেন- পূর্ব বড় ভাকৈর-এ মোঃ মেহের আলী মালদার, ইনাতগঞ্জ-এ জামাল হোসাইন, দীঘলবাকে মোঃ আবু সাঈদ, আউশকান্দিতে মোঃ দিলাওর মিয়া, বাউশায় মোঃ আবু সিদ্দিক। লাখাই উপজেলার প্রার্থীরা হলেন- লাখাই ইউনিয়নে মোঃ আলমগীর আলম তালুকদার (মাহফুজ), মোড়াকরি ইউনিয়নে এম, তাজুল ইসলাম, মুড়িয়াউকে মোঃ নূরুজ্জামান মোল্লা, বামৈতে মাহফুজুল আলম, করাব-এ মোঃ আব্দুল হাই ও বুল্লা ইউনিয়নে শেখ মুক্তার হোসেন বেনু।
ঘোষিত তফসিল অনুযায়ী পঞ্চম দফায় ভোট হবে আগামী ২৮ মে। প্রার্থীদের মনোনয়নপত্র বাছাই হবে ৪ ও ৫ মে; মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ সময় ২ মে। এবার সারাদেশে ছয় ধাপে ইউপি ভোট হচ্ছে।
সংবাদটি ভাল লাগলে শেয়ার করুন