প্রচ্ছদ

পিএসসির নতুন চেয়ারম্যান ড. সাদিক

২৬ এপ্রিল ২০১৬, ১২:২৩

ফেঞ্চুগঞ্জ সমাচার

18550-chairamnaamarসরকারি কর্ম কমিশনের (পিএসসি) নতুন চেয়ারম্যান হিসেবে নিয়োগ পেয়েছেন ড. মোহাম্মদ সাদিক। সোমবার জনপ্রশাসন মন্ত্রণালয় সাবেক এই সচিবকে পিএসসির চেয়ারম্যান নিয়োগ দিয়ে আদেশ জারি করেছে। এর আগে পিএসসির সদস্য হিসেবে দায়িত্ব পালন করেন ড. সাদিক। পিএসসির চেয়াম্যান হিসেবে তিনি ইকরাম আহমেদের স্থলাভিষিক্ত হলেন। ইকরাম আহমেদের চাকরির মেয়াদ গত ১৩ এপ্রিল শেষ হয়েছে।

জনপ্রশাসন মন্ত্রণালয়ের আদেশে বলা হয়েছে, সংবিধানের ১৩৮ (১) অনুচ্ছেদের ক্ষমতাবলে রাষ্ট্রপতি তাকে ওই পদে নিয়োগ দিয়েছেন। কমিশনের সদস্য পদ থেকে পদত্যাগ করলে এই নিয়োগ কার্যকর হবে। অবসরোত্তর ছুটিতে (পিআরএল) থাকার সময় ২০১৪ সালের ২৭ অক্টোবর পিএসসির সদস্য হিসেবে নিয়োগ পান মোহাম্মদ সাদিক। এর আগে শিক্ষা মন্ত্রণালয় এবং নির্বাচন কমিশনের সচিবের দায়িত্ব পালন করেন সাদিক। ১৯৮২ সালের নিয়মিত বিসিএস ব্যাচের কর্মকর্তা সাদিক ১৯৫৫ সালের ১৯ সেপ্টেম্বর সুনামগঞ্জে জন্মগ্রহণ করেন।

সংবাদটি ভাল লাগলে শেয়ার করুন
0Shares

সর্বশেষ সংবাদ শিরোনাম

ফেসবুকে ফেঞ্চুগঞ্জ সমাচার