ট্রাম্প ও হিলারির মনোনয়ন প্রায় নিশ্চিত
২৭ এপ্রিল ২০১৬, ১১:০৮
যুক্তরাষ্ট্রের উত্তরপূর্বাঞ্চলীয় পাঁচটি রাজ্যে স্থানীয় সময় মঙ্গলবার অনুষ্ঠিত প্রাইমারিতে বড় জয় পেয়েছেন ডেমোক্রেট দল থেকে হিলারি ক্লিনটন ও রিপাবলিকান ফ্রন্টরানার ডোনাল্ড ট্রাম্প। ‘সুপার টিউজডে’ খ্যাত এ প্রাইমারিতে ট্রাম্প পাঁচটি রাজ্যের ৫টিতেই জয় পেয়েছেন। আর হিলারি ক্লিনটন জয় পেয়েছেন চারটি রাজ্যে। হিলারি কেবল রোড আইল্যান্ডের প্রাইমারিতেই ভেরমোন্ট সিনেটর বার্নি স্যান্ডার্সের কাছে হেরেছেন। এ জয়ের মধ্য দিয়ে হিলারি ও ট্রাম্প উভয়েরই তাদের নিজ নিজ দল থেকে মনোনয়ন পাওয়া এখন প্রায় অনেকটাই নিশ্চিত।
ট্রাম্প তো এ জয়ের ফলে তার প্রতিদ্বন্দ্বী টেড ক্রুজ ও জন কাসিচকে নির্বাচন থেকে সরে দাঁড়ানোর-ই আহ্বান জানিয়েছেন। নিজের মনোনয়ন প্রায় নিশ্চিত বলেই নির্বাচনী পরবর্তী এক বক্তৃতায় বলেন মি. ট্রাম্প।
গতকাল যুক্তরাষ্ট্রের উত্তরপূর্বাঞ্চলীয় যে পাঁচটি রাজ্যে প্রাইমারি অনুষ্ঠিত হয় সেগুলো হলো মেরিল্যান্ড, পেনসিলভানিয়া, কানেক্টিকাট, ডেলাওয়ার ও রোড আইল্যান্ড। এ পাঁচটি রাজ্যের মোট ডেলিগেট সংখ্যা ১১৮টি। এর মধ্যে ট্রাম্প পেয়েছেন কমপক্ষে ৮২ ডেলিগেট। এর ফলে রিয়েল এস্টেট ব্যবসায়ী ট্রাম্পের এখন পর্যন্ত প্রাপ্ত মোট ডেলিগেট সংখ্যা দাঁড়িয়েছে কমপক্ষে ৯২৯। রিপাবলিকান দল থেকে মনোনয়ন পেতে কোনো প্রার্থীর দরকার কমপক্ষে ১,২৩৭ ডেলিগেট।
এদিকে, গতকালের সুপার টিউজডেতে চারটি রাজ্যে জয়ের ফলে হিলারি ক্লিনটন দলীয় মনোনয়ন পাওয়ার আরো কাছাকাছি চলে গেলেন। এর ফলে তার প্রাপ্ত মোট ডেলিগেটের সংখ্যা ২,০৮৯ তে দাঁড়িয়েছে বলে এপির এক গণনায় দেখা গেছে। অপরদিকে তার প্রতিদ্বন্দ্বী বার্নি স্যান্ডার্সের এ সংখ্যা ১,২৫৮। ডেমোক্রেট দলীয় মনোনয়ন পেতে কোনো প্রার্থীর কমপক্ষে ২,৩৮৩টি ডেলিগেটের সমর্থন লাগে।
অপরদিকে, আগামী সপ্তাহে ইন্ডিয়ানার রিপাবলিকান দলীয় প্রাইমারি অনুষ্ঠিত হবে। মঙ্গলবার এ রাজ্যেই প্রচারাভিযান চালিয়েছেন রিপাবলিকান দলীয় আরেক মনোনয়ন প্রত্যাশী টেড ক্রুজ। ট্রাম্পের জয়রথ থামাতে এটিই হতে পারে তার সর্বশেষ সেরা সুযোগ। এ লক্ষ্যে আরেক প্রার্থী জন কাসিচ ইন্ডিয়ানার প্রাইমারি থেকে সরে দাঁড়িয়েছেন। খবর সিএনএন ও এপির
সংবাদটি ভাল লাগলে শেয়ার করুন