স্পারসো বোর্ডে প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা রাখতে সংশোধনী প্রস্তাব
২৭ এপ্রিল ২০১৬, ১১:২৪
মহাকাশ গবেষণা এবং দূর অনুধাবন প্রতিষ্ঠানের (স্পারসো) পরিচালনা পর্ষদে দুজন প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা রাখার বিধান রেখে এ সংক্রান্ত আইন সংশোধনের প্রস্তাব সংসদে উঠেছে।
মঙ্গলবার সংসদ কাজে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী জন প্রশাসন মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম ‘বাংলাদেশ মহাকাশ গবেষণা ও দূর অনুধাবন প্রতিষ্ঠান (সংশোধন) বিল-২০১৬’ সংসদে তোলেন।
পরে বিলটি ৩০ দিনের মধ্যে পরীক্ষা করে সংসদে প্রতিবেদন দেওয়ার জন্য প্রতিরক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটিতে পাঠানো হয়।
১৯৯১ সালের এ সংক্রান্ত আইন সংশোধনের জন্য বিলটি উত্থাপন করা হয়েছে।
বর্তমান বিধানে পরিচালনা পর্ষদে এক জন সার্বক্ষণিক চেয়ারম্যান এবং তিন জন সার্বক্ষণিক সদস্য রয়েছেন।
প্রস্তাবিত আইনে, চার জন সার্বক্ষণিক সদস্য রাখার বিধান রাখা হয়েছে।
বিলে বলা হয়েছে, এই সার্বক্ষণিক সদস্যদের মধ্যে দুজন থাকবেন এই প্রতিষ্ঠানে কর্মরত প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তাদের মধ্যে থেকে জ্যেষ্ঠতা ও যোগ্যতার ভিত্তিতে।
বিলের উদ্দেশ্য ও কারণ সম্পর্কে মন্ত্রী বলেন, “স্পারসো গঠনের লক্ষ্য ও উদ্দেশ্য বিবেচনা করে দেখা যায় যে, এর পরিচালনা বোর্ড পুনর্গঠন করে বিজ্ঞান, প্রযুক্তি ও গবেষণাধর্মী কর্মকাণ্ডের সাথে সম্পৃক্ততা রয়েছে, এমন বিজ্ঞানী বা বিশেষজ্ঞদের বোর্ডে অন্তর্ভূক্ত করা হলে তা প্রতিষ্ঠানের জন্য অধিকতর অগ্রগতি ও সাফল্য অর্জনে সহায়ক হবে।”
নেভি (অ্যামেন্ডমেন্ট) বিল-২০১৬ উত্থাপন
এর আগে সৈয়দ আশরাফ সামরিক আমলে জারি করা নৌ-বাহিনী সংক্রান্ত তিনটি অধ্যাদেশ বাতিল করে নতুন আইন করার জন্য ‘নেভি (অ্যামেন্ডমেন্ট) বিল-২০১৬’ সংসদে উদ্থাপন করেন।
পরে বিলটি ৩০ দিনের মধ্যে পরীক্ষা করে সংসদে প্রতিবেদন দেওয়ার জন্য প্রতিরক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটিতে পাঠানো হয়।
সংবাদটি ভাল লাগলে শেয়ার করুন