প্রচ্ছদ

রোজায় সরকারি অফিস ৯টা থেকে সাড়ে ৩টা মন্ত্রিসভার বৈঠকে এ সময় নির্ধারণ

০২ মে ২০১৬, ১৭:০৬

ফেঞ্চুগঞ্জ সমাচার

FB_IMG_1462172989762-1আসন্ন রমজান মাসে সরকারি অফিসে কাজের সময় নির্ধারণ করেছে মন্ত্রিসভা।

সোমবার সচিবালয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার নিয়মিত বৈঠকে এ সময় নির্ধারণ করা হয়।

বৈঠক শেষে মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম সাংবাদিকদের জানান,
এবার রোজায় সকাল ৯টা থেকে বিকাল সাড়ে ৩টা পর্যন্ত অফিসের সময় নির্ধারণ
করা হয়েছে।

তিনি জানান, রমজান মাসে অফিসের সময়সূচি নিয়ে জনপ্রশাসন মন্ত্রণালয় প্রস্তাব আনলে মন্ত্রিপরিষদ তাতে অনুমোদন দেয়।

মন্ত্রিপরিষদ সচিব আরো জানান, রমজান মাসে সব সরকারি, আধাসরকারি, স্বায়ত্তশাসিত ও আধা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের অফিস সময় হবে সকাল ৯টা থেকে বিকেল সাড়ে ৩টা পর্যন্ত। এর মধ্যে দুপুর সোয়া ১টা থেকে দেড়টা পর্যন্ত জোহরের নামাজের বিরতি থাকবে।

তবে সুপ্রিম কোর্ট, ব্যাংক, বীমা ও আর্থিক প্রতিষ্ঠান এবং রাষ্ট্রায়ত্ত শিল্প প্রতিষ্ঠানগুলো নিজেদের সুবিধা অনুযায়ী রমজান মাসের অফিস সূচি ঠিক করে নেবে বলে জানান তিনি।

চাঁদ দেখা সাপেক্ষে আগামী ৭ জুন থেকে মুসলমানদের সিয়াম সাধনার মাস রমজান শুরু হতে পারে। বর্তমান অফিস সময় সকাল ৯টা থেকে বিকাল পাঁচটা পর্যন্ত।

সংবাদটি ভাল লাগলে শেয়ার করুন
0Shares

সর্বশেষ সংবাদ শিরোনাম

ফেসবুকে ফেঞ্চুগঞ্জ সমাচার