প্রচ্ছদ

সিলেট শিক্ষাবোর্ডে বেড়েছে পাশের হার, কমেছে জিপিএ-৫

১১ মে ২০১৬, ১২:২২

ফেঞ্চুগঞ্জ সমাচার

file১১ মে ২০১৬: সিলেটে এবার এসএসসি পরীক্ষায় পাশের হার বেড়েছে অপরদিকে কমেছে জিপিএ-৫ প্রাপ্তের সংখ্যা। এবার পাশ করেছে ৮৪ দশমিক ৭৭ ভাগ। যা গতবারের তুলনায় ২ দশমিক ৯৫ ভাগ বেশি। ২০১৫ সালে পাশের হার ছিল ৮১ দশমিক ৮২ ভাগ। এবার জিপিএ-৫ পেয়েছে ২ হাজার ২৬৬ জন। গতবছর এই সংখ্যা ছিল ২ হাজার ৪৫২ জন।

বুধবার সকাল সাড়ে ১১টায় সিলেট মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষাবোর্ডের ফলাফল প্রকাশ করেন পরীক্ষা নিয়ন্ত্রক মো. শামসুল ইসলাম। তিনি জানান, গতবারের তুলনায় এবার সিলেটে পাশের হার বেড়েছে কিন্তু জিপিএ-৫ কমেছে। এবার এসএসসি পরীক্ষায় পাশ করেছে শতকরা ৮৪ দশমিক ৭৭ ভাগ শিক্ষার্থী। পরীক্ষায় জিপিএ-৫ পেয়েছে ২ হাজার ২৬৬ জন।

এবার সিলেট বোর্ড মোট পরিক্ষার্থীর সংখ্যা ছিল ৮৪ হাজার ৪৪৮ জন। ছেলে ৩৭ হাজার ৬৭২ জনের মধ্যে পাশ করেছে ৩২ হাজার ৩১৮ জন। পাশের হার ৮৫ দশমিক ৭৯ ভাগ। ৪৬ হাজার ৭৭৬ জন মেয়ে পরীক্ষার্থীর মধ্যে পাশ করেছে ৩৯ হাজার ২৬৮ জন। পাশের হার ৮৩ দশমিক ৯৫ ভাগ।

সংবাদটি ভাল লাগলে শেয়ার করুন
0Shares

সর্বশেষ সংবাদ শিরোনাম

ফেসবুকে ফেঞ্চুগঞ্জ সমাচার