প্রচ্ছদ

তোমাদের নিয়েই আরেকবার ক্ষমতায় যাওয়ার চেষ্টা করবো: এরশাদ

১৪ মে ২০১৬, ১৫:৪৩

ফেঞ্চুগঞ্জ সমাচার
জাপায় এরশাদ ও হাওলাদার পুনর্নির্বাচিত
জাপায় এরশাদ ও হাওলাদার পুনর্নির্বাচিত

জাপায় এরশাদ ও হাওলাদার পুনর্নির্বাচিত

জাতীয় পার্টির চেয়ারম্যান হিসেবে এইচ এম এরশাদ ও দলের মহাসচিব হিসেবে এবিএম রুহুল আমিন হাওলাদার আবারও বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। শনিবার দুপুরে কাউন্সিলের প্রথম অধিবেশন শেষে এবারের সম্মেলনের প্রধান নির্বাচন কমিশনার দলের প্রেসিডিয়াম সদস্য অ্যাডভোকেট শেখ সিরাজুল ইসলাম তাদের নাম প্রস্তাব করলে উপস্থিত কাউন্সিলররা এই প্রস্তাব হাত তুলে সমর্থন করেন। আনন্দিত হয়ে এরশাদ বলেন, এই দল নিয়েই আমি আবার ক্ষমতায় যাওয়ার চেষ্টা করবো।

এছাড়া, সম্মেলনে দলের জ্যেষ্ঠ কো-চেয়ারম্যান হিসেবে জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা রওশন এরশাদ ও কো-চেয়ারম্যান হিসেবে জিএম কাদেরকে নির্বাচিত করা হয়। দলের প্রেসিডিয়াম সদস্য ও নির্বাহী কমিটি গঠনের ক্ষমতা দেওয়া হয় পার্টির চেয়ারম্যানকে। পরে নবনির্বাচিতদের ফুলের তোড়া দিয়ে নেতাকর্মীরা অভিনন্দন জানান। চেয়ারম্যান নির্বাচিত হয়ে এরশাদ বলেন, ‘যতদিন বেঁচে আছি তোমাদের সঙ্গেই আছি। তোমাদের নিয়েই আমি আরেকবার ক্ষমতায় যাওয়ার চেষ্টা করবো। দুঃখ-কষ্ট ভুলিয়ে মানুষের মুখে হাসি ফোটাবই।’

এর আগে দলের গঠনতন্ত্র পাস করা হয়। কো-চেয়ারম্যান পদের অনুমোদন ও পার্টির চেয়ারম্যানের ক্ষমতা বিষয়ে ৩৯ ধারায় কিছুটা পরিবর্তন আনা হয়েছে। পার্টির চেয়ারম্যান যে কোনও সিদ্ধান্ত নেওয়ার আগে পার্টির প্রেসিডিয়ামের সম্মতি নেবেন- এই শর্ত এতে যুক্ত করা হয়েছে। সম্মেলনে দলের সাংগঠনিক রিপোর্ট পেশ করেন দলের মহাসচিব এ বি এম রুহুল আমিন হাওলাদার। সকাল সাড়ে ১০টায় জাতীয় পতাকা, দলীয় পতাকা ও শান্তির পায়রা উড়িয়ে আনুষ্ঠানিকভাবে জাতীয় পার্টির অষ্টম কাউন্সিলের উদ্বোধনি ঘোষণা করেন দলটির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ।

জাপার সম্মেলন0c4ccfb8489a8843c1aa14e5549d2074-5736e6b1ecfe7

এইচ এম এরশাদের সভাপতিত্বে সম্মেলনে উপস্থিত ছিলেন পার্টির জ্যেষ্ঠ কো-চেয়ারম্যান রওশন এরশাদ, কো-চেয়ারম্যান জিএম কাদের, মহাসচিব এবিএম রুহুল আমিন হাওলাদার, জ্যেষ্ঠ নেতা পানি সম্পদমন্ত্রী ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ, সাবেক মহাসচিব জিয়াউদ্দিন আহমেদ বাবলু, অ্যাডভোকেট কাজী ফিরোজ রশীদ, প্রতিমন্ত্রী মসিউর রহমান রাঙ্গা, অধ্যাপক দেলোয়ার হোসেন খান, প্রতিমন্ত্রী মুজিবুল হক চুন্নু, প্রেসিডিয়াম সদস্য মাহমুদুল ইসলাম চৌধুরী, বিরোধী দলীয় চিফ হুইপ তাজুল ইসলাম, প্রেসিডিয়াম সদস্য ফখরুল ইমাম, এম এ সাত্তার, অ্যাডভোকেট সালমা ইসলাম, এম এ কাসেম, প্রফেসর মাসুদা রশীদ চৌধুরী, মীর আবদুস সবুর আসুদ,ঢাকা দক্ষিণের সেক্রেটারি জহিরুল আলম রুবেল, মহিলা পার্টির সেক্রেটারি অনন্যা হোসেন মৌসুমীসহ দলের কেন্দ্রীয় নেতা ও সহযোগী সংগঠনের শীর্ষপর্যায়ের নেতারা।

সম্মেলনে প্রায় ১৫টি দেশের রাষ্ট্রদূত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

সংবাদটি ভাল লাগলে শেয়ার করুন
0Shares

সর্বশেষ সংবাদ শিরোনাম

ফেসবুকে ফেঞ্চুগঞ্জ সমাচার