প্রচ্ছদ

মার্কিন রাষ্ট্রদূতের বাসভবনে বিএনপির নেতাদের বৈঠক

১৬ মে ২০১৬, ১৩:০২

ফেঞ্চুগঞ্জ সমাচার

ceab773a711b56a580397fab9dc3d55c-IMG_7062ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত মার্শা বার্নিকাট ও মার্কিন পররাষ্ট্র দপ্তরের মধ্য ও দক্ষিণ এশিয়া-বিষয়ক মুখ্য উপসহকারী পররাষ্ট্রমন্ত্রী উইলিয়াম ই টডের সঙ্গে বৈঠক করেছেন বিএনপির জ্যেষ্ঠ নেতারা। আজ সোমবার সকাল সোয়া আটটার দিকে রাজধানীর গুলশানে মার্কিন রাষ্ট্রদূতের বাসভবনে এ বৈঠক হয়। বৈঠকটি সকাল ৯টা ৫৫ মিনিটে শেষ হয়।

আজ বিএনপির চেয়ারপারসনের একজন উপদেষ্টা  বৈঠক হওয়ার তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।

পুলিশের একটি গোয়েন্দা সংস্থা সূত্রে জানা গেছে, বৈঠকে বিএনপি নেতাদের মধ্যে উপস্থিত ছিলেন দলের স্থায়ী কমিটির সদস্য মঈন খান, নজরুল ইসলাম খান, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আমির খসরু মাহমুদ, ইনাম আহমেদ চৌধুরী, রিয়াজ রহমান ও সাবিহ উদ্দিন। বৈঠক শেষে সকাল ১০টার দিকে বিএনপি নেতারা দলের গুলশান কার্যালয়ে ঢুকেছেন।

সূত্র জানায়, ঢাকায় সফররত মার্কিন পররাষ্ট্র দপ্তরের মধ্য ও দক্ষিণ এশিয়া-বিষয়ক মুখ্য উপসহকারী পররাষ্ট্রমন্ত্রী উইলিয়াম ই টড বৈঠকে উপস্থিত ছিলেন। মূলত তাঁর সঙ্গেই এ বৈঠকের আয়োজন করা হয়।

এর কয়েক দিন আগে মধ্য ও দক্ষিণ এশিয়া-বিষয়ক সহকারী মার্কিন পররাষ্ট্রমন্ত্রী নিশা দেশাই বিসওয়াল ঢাকা সফর করেন। সে সময় তাঁর সঙ্গে বিএনপির নেতাদের আনুষ্ঠানিক কোনো বৈঠক হয়নি।

সংবাদটি ভাল লাগলে শেয়ার করুন
0Shares

সর্বশেষ সংবাদ শিরোনাম

ফেসবুকে ফেঞ্চুগঞ্জ সমাচার