গ্রামীণ জনগোষ্ঠীর চাহিদা পূরণে সরকার প্রতিশ্রুতি বাস্তবায়ন করছে —মাহমুদ উস সামাদ চৌধুরী এমপি
২১ মে ২০১৬, ১২:৪৭
সিলেট-৩ আসনের এমপি ও প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সদস্য মাহমুদ উস সামাদ চৌধুরী বলেছেন, বর্তমান সরকার নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়ন করতে আন্তরিকভাবে কাজ করছে। সরকারের এই ধারাবাহিকতায় গ্রামীণ জনগোষ্ঠীর চাহিদা পূরণ করতে সড়ক যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন ও বিদ্যুৎ বঞ্চিত গ্রামগুলোকে বিদ্যুতায়ন করে প্রতিশ্রুতি পূরণ করছেন। এই ধারাবাহিকতা অব্যাহত রাখার মাধ্যমে প্রতিটি এলাকাকে একটি মডেল হিসেবে গড়ে তুলতে অঙ্গিকারবদ্ধ।
এমপি মাহমুদ উস সামাদ চৌধুরী ২০মে শুক্রবার বিকেলে ফেঞ্চুগঞ্জ উপজেলার ঘিলাছড়া ইউনিয়নের ৩৪ লাখ টাকা ব্যয়ে খায়রুল সড়ক ও জমিরুন্নেছা একাডেমী সড়ক পাকাকরণ কাজ শেষে উদ্বোধন ও বালাগঞ্জ উপজেলার পূর্বগৌরীপুর ইউনিয়নের কায়েস্থঘাট ও নারীখলা গ্রাম বিদ্যুতায়ন প্রকল্পের উদ্বোধনকালে পৃথক পৃথক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।
ঘিলাছড়া ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি কমর উদ্দিন চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জাহানারা বেগম শ্যামা, উপজেলা প্রকৌশলী জিহান আল তুহিন, ফেঞ্চুগঞ্জ থানার ওসি (তদন্ত) আবু নাসের, জেলা আওয়ামীলীগ নেতা হাজী লেইছ চৌধুরী। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মিসবাহ আহমদ চৌধুরী, পল্লী বিদ্যুৎ সমিতির পরিচালক বিজন কুমার দেব নাথ, শিক্ষানুরাগী সালেহ আহমদ চৌধুরী, শিক্ষক আবু হানিফা, মনোহর আলী, রফিক উদ্দিন, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আকরাম হোসেন, যুবলীগ নেতা আব্দুল মছব্বির, সাবেক ছাত্রলীগ নেতা আমেরিকা প্রবাসী শাহজাহান শাহ, উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক আব্দুল আউয়াল কয়েস, জুলহাস আহমদ, পারভেজ আহমদ, উপজেলা ছাত্রলীগের আহবায়ক মাসার আহমদ শাহ, যুগ্ম আহবায়ক জালাল আহমদ, ছাত্রলীগ নেতা নাহিদ সুলতান পাশা।

এর আগে বালাগঞ্জ উপজেলার পূর্বগৌরীপুর ইউনিয়নের কায়েস্থঘাট ও নারীখলা গ্রাম বিদ্যুতায়ন প্রকল্পের সুইচ টিপে উদ্বোধন করেন এমপি মাহমুদ উস সামাদ চৌধুরী। এ সময় উপস্থিত ছিলেন পল্লী বিদ্যুৎ সমিতি সিলেট-১ এর জেনারেল ম্যানেজার প্রকৌশলী মাহবুবুল আলম, জেলা আওয়ামীলীগের ত্রাণ ও সমাজ কল্যাণ সম্পাদক এডভোকেট শেখ মকলু মিয়া, বালাগঞ্জ থানার ওসি তরিকুল ইসলাম, উপজেলা আওয়ামীলীগ নেতা কামাল আহমদ, পূর্বগৌরীপুর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি জালাল উদ্দিন, জুনেদ আহমদ প্রমুখ।
সংবাদটি ভাল লাগলে শেয়ার করুন