প্রচ্ছদ

প্রীতি ম্যাচে ব্রিটিশ এমপিদের কাছে হারলো বাংলাদেশের এমপিরা

২২ মে ২০১৬, ০৯:৩২

ফেঞ্চুগঞ্জ সমাচার

fileজয়ের আশা জাগিয়েও শেষ পর্যন্ত হার মানলো বাংলাদেশের এমপিদের নিয়ে গড়া ক্রিকেট দল। শুক্রবার ব্রিটিশ এমপিদের নিয়ে গড়া দলের বিপক্ষে ৫ উইকেটে হার মানে ক্রিকেট দলের সাবেক অধিনায়ক নাঈমুর রহমান দুর্জয়ের নেতৃত্বে গড়া ক্রিকেট দল।

ব্যাংক অব ইংল্যান্ডের সবুজ মাঠে সকাল সাড়ে ১১টায় শুরু হয় বাংলাদেশি এমপি ও ব্রিটিশ এমপিদের নিয়ে প্রীতি ক্রিকেট ম্যাচ। ইংল্যান্ড ক্রিকেট টিমের নেতৃত্ব দেন অল পার্টি পার্লামেন্টারি গ্রুপের চেয়ার পল স্কেলি এমপি। আর বাংলাদেশ টিমের নেতৃত্বে ছিলেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক নাঈমুর রহমান দুর্জয় এমপি।

টসে হেরে প্রথমেই ব্যাট করতে নামে বাংলাদেশ। মাত্র ২০ রানের মধ্যেই প্রথম উইকেট হারালে মাঠে নামেন নাঈমুর রহমান দুর্জয়। চার আর ছক্কায় সাজানো তার ৮৮ রানের ইনিংসে ভর করে মাত্র তিন উইকেট হারিয়ে বাংলাদেশ সংগ্রহ করে ২০ ওভারে ১৬৭ রান।

ষাটোর্ধ্ব ব্রিটিশ এমপি বব ব্ল্যাকম্যান সূচনা করেন ইংল্যান্ডের ইনিংসের। তার দৃঢ় ব্যাটিং থেকে আসে প্রায় ১৬ রান। এর পর নামেন ইংল্যান্ড অধিনায়ক পল স্কেলি। কিন্তু অন্য প্রান্তে মারকুটে ব্যাট চালিয়ে যান ই-জোন্স। তার উপর ভর করে ১৮ ওভার ৫ বলেই জয়ের বন্দরে পৌঁছে যায় ইংল্যান্ড টিম।

নাঈমুর রহমান দুর্জয় বললেন, জয় নয় দু’দেশের রাজনীতিবিদদের মধ্যে বন্ধুত্বর্পূণ খেলা হয়েছে এটাই আনন্দের। এছাড়া রাজনীতির মাঠ কাপানো আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক খালিদ মাহমুদ চৌধুরীও ব্যাটে বলে দারুণ খেলেছেন।

পুরো খেলার আয়োজনে ছিলো ইংল্যান্ড ক্রিকেট বোর্ড (ইসিবি) ও কনজারভেটিভ ফ্রেন্ডস অব বাংলাদেশ (সিএফওবি)। আর সার্বিক ব্যবস্থাপনা করে লন্ডন টাইগার্স। খেলা শেষে উভয় দলের খেলোয়ারদের গলায় মেডেল ও বন্ধুত্বের স্মারক হিসেবে ক্রেস্ট তুলে দেন অতিথিরা।

পুরস্কার বিতরণ অনুষ্ঠান পরিচালনা করেন লন্ডন টাইগার্সের অপারেশন ডাইরেক্টর জাওয়ার আলী। এ সময় সংক্ষিপ্ত বক্তব্য রাখেন বাংলাদেশ হাই কমিশনের ডেপুটি হাই কমিশনার খন্দকার তালহা, লন্ডন টাইগার্সের চিফ এক্সিকিউটিভ অফিসার মেসবাহ আহমদ, কনজারভেটিভ ফ্রেন্ডস অব বাংলাদেশের চেয়ার মেহফুজ আহমদ।

এ সময় অন্যান্যর মধ্যে উপস্থিত ছিলেন যুক্তরাজ্যে নিযুক্ত বাংলাদেশের হাই কমিশনার মোহাম্মদ আব্দুল হান্নান, বাংলাদেশ হাই কমিশনের ডিফেন্স এটাচি ব্রিগেডিয়ার পাশা হাবিব, ইংলিশ ক্রিকেট বোর্ডের পাবলিক অ্যাফেয়ার্স হানাহ মারফি, বাংলাদেশের জাতীয় সংসদের ক্রিকেট দলের সদস্য খালিদ মাহমুদ চৌধুরী, কাজী নাবিল আহমদ, ফাহমি গোলান্দাজা বাবেল, অনোয়ারুল আবেদীন তুহিন, মাহফুজুর রহমান মিতা, সাদিকুল ইসলাম শিমুল, নুরুন্নবী চৌধুরী শাওন এমপি, আব্দুল ওদুদ দারা ও সিএফওবি‘র ভাইস চেয়ার এনামুল হক চৌধুরী।

সংবাদটি ভাল লাগলে শেয়ার করুন
0Shares

সর্বশেষ সংবাদ শিরোনাম

ফেসবুকে ফেঞ্চুগঞ্জ সমাচার