এবি ডি ভিলিয়ার্সের দুর্দান্ত ব্যাটিংয়ে ফাইনালে বেঙ্গালুরু
২৫ মে ২০১৬, ১০:২৮
গুজরাট লায়ন্সের দেওয়া ১৫৯ রানের টার্গেটে খেলতে নেমে মাত্র ২৯ রানে ৫ উইকেট হারিয়ে বিপদে পড়ে বেঙ্গালুরু। একে একে সাজঘরে ফিরে যান বিরাট কোহলি, ক্রিস গেইল, লোকেশ রাহুল, শেন ওয়াটসন ও শচিন বেবি।
ওই ধ্বংসস্তুপ থেকে দলকে টেনে তুলেন প্রোটিয়া ব্যাটসম্যান এবি ডি ভিলিয়ার্স। ৪৭ বলে অপরাজিত ৭৯ রানের ইনিংস খেলে দলকে তুলেন আইপিএল-এর ফাইনালে। তার দুর্দান্ত ব্যাটিংয়ে গুজরাটের বিপক্ষে ১০ বল হাতে রেখে ৪ উইকেটের জয় তুলে নেয় বেঙ্গালুরু।
টস হেরে ব্যাট করতে নেমে শুরু থেকেই দারুণ বিপদে পড়ে গুজরাট লায়ন্স। ৯ রানের মধ্যেই তিন উইকেট হারিয়ে ফেলে সুরেশ রায়নার দল। এরপর দিনেশ কার্তিক এবং ডুয়াইন স্মিথ ৮৫ রানের জুটি গড়ে গুজরাটকে টেনে তোলার চেষ্টা করেন।
৩৯ বলে ২৬ রান করে আউট হন দিনেশ কার্তিক। এরপর আবারও নিয়মিত বিরতিতে উইকেট পড়তে থাকে। একপাশে শুধু স্মিথ দাঁড়িয়ে থাকেন। শেষ পর্যন্ত ৪১ বলে ৭৩ রান করে আউট হন ক্যারিবীয় এই ব্যাটসম্যান। ৫টি বাউন্ডারির সঙ্গে ৬টি ছক্কার মার মারেন তিনি।
১৯ রান করেন ডিভেডি। ১০ রান করেন ধাওয়াল কুলকার্নি। শেন ওয়াটসন নেন ২৯ রানে ৪ উইকেট। ২টি করে উইকেট নেন ইকবাল আবদুল্লাহ এবং ক্রিস জর্ডান। ১ উইকেট নেন য়ুজবেন্দ্র চাহাল।
গুজরাটের দেওয়া ১৫৯ রানের টার্গেটে ব্যাট করতে নেমে শুরুতে বিপদে পড়ে বেঙ্গালুরুও। মাত্র ২৯ রান ৫ উইকেট হারিয়ে ফেলে কোহলির দল। একে একে সাজঘরে ফিরে যান বিরাট কোহলি (০), ক্রিস গেইল (৯), লোকেশ রাহুল (০), শেন ওয়াটসন (১) ও শচিন বেবি (০)।
স্টুয়ার্ট বিনিকে নিয়ে জুটি গড়েন ভিলিয়ার্স। ২১ রানে ফিরে যান বিনিও। এরপর ইকবাল আব্দুল্লাহকে নিয়ে দলকে ফাইনালে তুলেন ভিলিয়ার্স। ৫টি চার ও ৫টি ছক্কায় ৪৭ বলে অপরাজিত ৭৯ রান করেন তিনি। ৩৩ রানে অপরাজিত থাকেন ইকবাল।