বিচ্ছেদের দ্বারপ্রান্তে ১৮ শতাংশ ব্রিটিশ দম্পতি!
২৫ মে ২০১৬, ১৮:১৩
সাম্প্রতিক এক গবেষণায় দেখা যায়, যুক্তরাজ্যের এক-পঞ্চমাংশ দম্পতি নিয়মিত ঝগড়া করেন। গবেষণার ফলাফল অনুযায়ী, ওই ১৮ শতাংশ দম্পতি বিচ্ছেদের দাঁড়প্রান্তে রয়েছেন।
২০১৩ থেকে ২০১৫ সাল পর্যন্ত ২০ হাজার ৯৮০ জন ব্রিটিশ নাগরিকের ওপর একটি সমীক্ষা চালানো হয়। সমীক্ষায় দেখা যায়, ব্রিটেনের প্রায় ২৮ লাখ ৭০ হাজার দম্পতি নিজেদের সম্পর্ক নিয়ে অসন্তুষ্ট। ‘রিলেট’ নামক একটি দাতব্য সংস্থা ওই গবেষণাটি পরিচালনা করে।
সংস্থাটির গবেষক ড. ডেভিড মারজোরিব্যাংকস বলেন, ‘পারিবারিক কলহে শিশু-কিশোরদের ওপর বিশেষ প্রভাব পড়ে। তারা পড়াশোনায় অমনোযোগী হয়ে পড়ে, এমনকি অপরাধের সঙ্গেও জড়িত হয়।’ তিনি বলেন, ‘সম্পর্কের ইতি টানার পর সন্তানদের ওপর কেবল তার প্রভাবই পড়ে না, বরং এই প্রভাব দীর্ঘমেয়াদী।’
মারজোরিব্যাংকস আরও বলেন, ‘বাবা-মায়ের সম্পর্কের তিক্ততা দেখে বড় হওয়া সন্তানরা অনেক ক্ষেত্রেই শারীরিক বা মানসিক সমস্যায় ভোগে, পড়াশোনায় অমনোযোগী থাকে, অসামাজিক হয়ে পড়ে, এমনকি অপরাধমূলক কাজে জড়িয়ে পড়ে।’
প্রাপ্ত তথ্যে দেখা যায়, বৈশ্বিক অর্থনৈতিক মন্দার প্রভাবে ২০১১ এবং ২০১২ সালে দাম্পত্ব সম্পর্ক সবচেয়ে গুরুতর আকার ধারণ করে। তবে এখনও তা পূর্বের অবস্থায় ফিরে আসেনি। ইংল্যান্ড এবং ওয়েলসে ২০১৩ সালে ১ লাখ ১৪ হাজার ৭২০টি বিবাহ বিচ্ছেদ সংঘটিত হয়, যা ২০১২ সালের চেয়ে ৩ শতাংশ কম।
সংস্থাটির নির্বাহী প্রধান ক্রিস শেরউড বলেন, ‘প্রতিবেদনের তথ্য রীতিমতো শঙ্কিত হওয়ার মতো। পারিবারিক সম্পর্কগুলো এভাবে নষ্ট হতে পারে না।’ সূত্র: বিবিসি।
সংবাদটি ভাল লাগলে শেয়ার করুন