প্রচ্ছদ

রাস্তার পাশে রেস্তোরাঁয় ওবামা!

২৫ মে ২০১৬, ১৭:০০

ফেঞ্চুগঞ্জ সমাচার

01-80-658x330ভিয়েতনামের রাজধানীর একটি ফুটপাতের পাশে নিজের ছোট রেস্তোরাঁ চালিয়ে ভালোই ব্যবসা করছেন ৫৪ বছর বয়সী নাইজুয়েন থাই লুয়েন। প্রতিদিন তার রেস্টুরেন্টে সস্তায় খাবার খেতে আসেন অনেক মানুষ। তাদের কারো কারো সাথে আবার দরদাম নিয়ে কথা কাটাকাটিও করতে হয় তাকে।
কাজ নিয়ে এতোটাই ব্যস্ত সময় কাটাতে হয় যে দোকানের কোনো নির্দিষ্ট ক্রেতার দিকে ফিরেও তাকানোর সময় হয় না নাইজুয়েনের। তবে এদিন সন্ধ্যায় তার দোকানে এমন একজন ক্রেতা হাজির হয়েছিলেন যে নিজের চোখকে বিশ্বাস করতে পারছিলেন না তিনি। কারণ সেদিন তার দোকানে প্লাস্টিকের টুল টেনে রাতের খাবার খেতে বসেছিলেন বিশ্বের সবচেয়ে ক্ষমতাধর দেশ মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামা।
রেস্টুরেন্টে বসে আর আট-দশ জনের মতোই সেখানকার মেন্যু চেখে দেখেছিলেন ওবামা। নিজের রেস্তোরাঁয় মার্কিন প্রেসিডেন্টের উপস্থিতি সম্পর্কে নাইজুয়েন বলেন, আমার এই ছোট্ট রেস্তোরাঁয় বারাক ওবামার আগমন আমাদের পুরো পরিবারকে বিস্মিত করেছে। আমরা কখনো এটা কল্পনাও করিনি যে আমাদের এখানে খেতে আসবেন ওবামা। খবর ছড়িয়ে পড়ার পর বাইরে তখন কৌতূহলী জনতার ভিড়। এনডিটিভি।

সংবাদটি ভাল লাগলে শেয়ার করুন
0Shares

সর্বশেষ সংবাদ শিরোনাম

ফেসবুকে ফেঞ্চুগঞ্জ সমাচার