নির্ধারিত হলো সিলেটে মাংসের মূল্য
২৬ মে ২০১৬, ১২:০৫
ফেঞ্চুগঞ্জ সমাচার
পবিত্র মাহে রমজানকে সামনে রেখে সিলেটে মাংসের দাম নির্ধারণ করেছে সিলেট সিটি করপোরেশন কর্তৃপক্ষ।
নির্ধারিত মূল্যে প্রতি কেজি গরুর মাংস ৪শ’ টাকা, মহিষের মাংস প্রতি কেজি ৩শ’ ৮০ টাকা, খাসির মাংস প্রতিকেজি ৫শ’ টাকা এবং ভেড়ার মাংস প্রতি কেজি ৪শ’ ৫০ টাকা করে বিক্রি করতে হবে।
বুধবার সিলেট সিটি কর্পোরেশনে অনুষ্ঠিত এক মতবিনিময় সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। এ সময় মাংস ব্যবসায়ীরাও উপস্থিত ছিলেন।
সিটি কর্পোরেশনের হল রুমে আয়োজিত এই সভায় সভাপতিত্ব করেন সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা এনামুল হাবীব।
এসময় এনামুল হাবীব ব্যবসায়ীদেরকে অধিক মুনাফার দিকে না ঝুঁকে দ্রব্যমূল্য স্থিতিশীল রাখার আহবান জানান তিনি।
সংবাদটি ভাল লাগলে শেয়ার করুন