প্রচ্ছদ

শাহজালাল ফার্টিলাইজার ফ্যাক্টরীতে অগ্নিকান্ডের ঘটনায় তদন্ত কমিটি গঠন

২৭ মে ২০১৬, ২১:০৮

ফেঞ্চুগঞ্জ সমাচার

FB_IMG_1464275989358ফেঞ্চুগঞ্জের শাহজালাল ফার্টিলাইজার ফ্যাক্টরীতে ২৬ মে বৃহস্পতিবার রাত সাড়ে ৮টার অগ্নিকান্ডের ঘটনায় এডিশনার চীফ ইঞ্জিনিয়ার (বিদ্যুৎ) শ্যামল দত্তকে প্রধান করে ৫ সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হয়েছে। সারকারখানার ব্যবস্থাপক (প্রশাসন) মোঃ সুলায়মান কমিটি গঠনের বিষয়টি জানিয়েছেন। সতর্কতা হিসাবে সার কারখানার উৎপাদন বন্ধ রাখা হয়েছে বলে জানা যায়।

উল্লেখ্য ২৬ মে বৃহস্পতিবার রাতে কনডেনসেট অয়েল ওভারপ্লো হওয়ায় তেল ড্রেনে পড়ে তা ময়লার ড্রেনের মাধ্যমে বাহিরে ছড়িয়ে পড়লে উক্ত তেল আগুনের সংস্পর্শে এই অগ্নিকান্ড ঘটতে পারে বলে অনুমান করা হচ্ছে। আগুন দেখে আশপাশের এলাকা হতে আতংকিত লোকজন ছুটাছুটি শুরু করেন। এই অগ্নিকান্ডে ক্ষয়ক্ষতির পরিমান জানা যায়নি।

খবর পেয়ে ফেঞ্চুগঞ্জ ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রনে আনে। এ আগুন লাগার প্রকৃত কারন জানার জন্য শাহজালাল ফার্টিলাইজার ফ্যাক্টরী কর্তৃপক্ষ  একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। এই অগ্নিকান্ডে তিনজন আহত হয়েছেন।

সংবাদটি ভাল লাগলে শেয়ার করুন
0Shares

সর্বশেষ সংবাদ শিরোনাম

ফেসবুকে ফেঞ্চুগঞ্জ সমাচার