প্রচ্ছদ

ওয়ার্নারের ব্যাটিংয়ে ফাইনালে হায়দ্রাবাদ

২৮ মে ২০১৬, ০০:২৮

ফেঞ্চুগঞ্জ সমাচার

FB_IMG_1464373649186প্রথমবারের মত আইপিএলের ফাইনালে খেলার স্বপ্ন পূরণ হলো সানরাইজার্স হায়দ্রাবাদের। গুজরাটকে ৪ উইকেটে হারিয়ে সেই স্বপ্ন পূরণ হল গুজরাট লায়ন্সের। ওয়ার্নার যুবরাজদের  রানে বধ করে ফাইনালের টিকিট নিশ্চিত করলো নবম আসরের একেবারে নতুন দল গুজরাট। কাঁধের ইনজুরির কারণে এদিন মাঠে ছিলেন না হায়দ্রাবাদের নির্ভরতার প্রতীক বাংলাদেশি কাটার মাস্টার মুস্তাফিজুর রহমান।

গুজরাটের দেয়া ১৬৩ রানের টার্গেটে ব্যাট করতে নেমে শুরুতেই খেই হারিয়ে ফেলে হায়দ্রাবাদ। দলীয় শতরানে যাওয়ার আগেই প্রথম সারির পাঁচ ব্যাটসম্যানকে সাজঘরে পাঠায় গুজরাটের বোলাররা। এক প্রান্ত আগলে রেখে হায়দ্রাবাদের পক্ষে একমাত্র ব্যাটসম্যান হিসেবে লড়াই করে যান অধিনায়ক ডেভিড ওয়ার্নার। রীতিমত যুদ্ধ করে  রানে থামেন ওয়ার্নার।

ওয়ার্নার ছাড়া ব্যক্তিগত স্কোর কোনমতে দুইয়ের ঘরে নিতে পেরেছে আর দুই ব্যাটসম্যান। ময়েসেস হেনরিকস ১১ ও বিপুল শর্মা  । গুজরাটের পক্ষে দুটি করে উইকেট নিয়েছেন ‘অদ্ভুত’ বাঁহাতি স্পিনার সিভিল কৌশিক ক্যারিবিয়ান পেসার ডুয়াইন ব্রাভো।

এর আগে টসে জিতে গুজরাট লায়ন্সকে ব্যাটিংয়ে পাঠায় হায়দ্রাবাদের অধিনায়ক ওয়ার্নার। ব্যাট করতে নেমে ব্রেনডন ম্যাককুলাম ও অ্যারন ফিঞ্জের ব্যাটে চড়ে ১৬২ রানের লড়াই করার পুঁজি পায় গুজরাট। ম্যাককুলাম ৩২ এবং ফিঞ্জ ৫০ রান করেন। ফিঞ্জের ৩২ বলের ইনিংসে ছিল ৭টি চার ও ২টি ছক্কার মার।

সংবাদটি ভাল লাগলে শেয়ার করুন
0Shares

সর্বশেষ সংবাদ শিরোনাম

ফেসবুকে ফেঞ্চুগঞ্জ সমাচার