প্রচ্ছদ

পথ নেই, তাই মই বেয়ে পাহাড় ডিঙ্গায় খুদে স্কুলগামীরা

২৯ মে ২০১৬, ১০:২৬

ফেঞ্চুগঞ্জ সমাচার
In this May 14, 2016 photo, children wearing their school backpacks climb a cliff on their way home from school in Zhaojue county, southwest China's Sichuan province. A village in China's mountainous west where school children must climb an 800-meter (2,625-foot)-high bamboo ladder secured to a sheer cliff face may get a set of steel stairs to improve it's safety. (Chinatopix via AP) CHINA OUT

In this May 14, 2016 photo, children wearing their school backpacks climb a cliff on their way home from school in Zhaojue county, southwest China's Sichuan province. A village in China's mountainous west where school children must climb an 800-meter (2,625-foot)-high bamboo ladder secured to a sheer cliff face may get a set of steel stairs to improve it's safety. (Chinatopix via AP) CHINA OUT

যুক্তরাষ্ট্রের পরপরই বৃহত্তম অর্থনৈতিক শক্তি চীন। জ্ঞান, বিজ্ঞান সমর-সজ্জা কোনো কিছুতেই পিছিয়ে নেই পরাক্রমশীল এই দেশটি। প্রাচীনকালেও জ্ঞান চর্চার ক্ষেত্রে এগিয়ে ছিলো দেশটি। বলা হতো ‘জ্ঞান অর্জনের জন্য সুদূর চীন দেশে যাও’।

যদি সেই চীনেই শিশুদের শিক্ষার জন্য ডিঙ্গাতে হয় ভয়ংকর পাহাড়, দুর্গম খাড়া বেয়ে ওঠার পথ না থাকায় বাইতে হয় মই, তবে বিষয়টি স্বভাবতই ভাবিয়ে তোলে।

চীনের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের সিচুয়ান প্রদেশের আতুলার গ্রাম। পাহাড়ি এ গ্রামে ৭২টি চীনা পরিবারের বসবাস। প্রতিটি পরিবারেই আছে শিশু। শিশুদের খাড়া পাহাড়ে স্থাপিত বিশেষ ধরনের মই বেয়ে যেতে হয় স্কুলে।

প্রায় ২ হাজার ৬২৫ ফুট উঁচুতে স্কুলে যেতে তাদের সময় লাগে দেড় ঘণ্টার বেশি সময়। স্কুলগামী এসব শিশুর বয়স ৬ থেকে ১৫ বছরের  মধ্যে।

In this  May 14, 2016 photo, children carry their school backpacks as they climb a cliff on their way home from school in Zhaojue county, southwest China's Sichuan province. A village in China's mountainous west where schoolchildren must climb an 800-meter (2,625-foot)-high bamboo ladder secured to a sheer cliff face may get a set of steel stairs to improve it's safety. (Chinatopix via AP) CHINA OUT

সম্প্রতি দেশটির স্থানীয় একটি ইংরেজি সংবাদমাধ্যমে এ খবর প্রকাশিত হলে বিষয়টি বেশ আলোচিত হয়। পাহাড়ি প্রত্যন্ত অঞ্চলের এই চিত্র সংবাদমাধ্যমের সামনে আনেন বেইজিংয়ের ফটোগ্রাফার চেন জি। 

গ্রামবাসীদের সঙ্গে তিনদিন কাটিয়ে চি ছবিগুলো ক্যামেরাবন্দি করেছেন। তিনি বলেন, ‘যে কোনো ধরনের দুর্ঘটনার শিকার হলেই আপনি গভীয় খাদে পড়ে যাবেন।’

স্কুলগামী এসব শিশুর ছবি সমাজের পরিবর্তন আনবে এবং দরিদ্র গ্রামবাসীর সহায়তায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এগিয়ে আসবে বলে বিশ্বাস করেন চেন জি।

ওই দুর্গম পথ দিয়ে ওঠা-নামা করতে গিয়ে সাত থেকে আটজনের মৃত্যুর ঘটনাও ঘটেছে।

In this May 14, 2016 photo, children wearing their school backpacks climb on a cliff using a bamboo ladder on their way home from school in Zhaojue county, southwest China's Sichuan province. A village in China's mountainous west where schoolchildren must climb an 800-meter (2,625-foot)-high bamboo ladder secured to a sheer cliff face may get a set of steel stairs to improve it's safety. (Chinatopix via AP) CHINA OUT

[divider]

গ্রামের শিশুদের ভারী ব্যাগ নিয়ে পাড়ি দিতে হয় ওই স্থান। যদিও তাদের প্রতিদিন এভাবে পাহাড়ি পথ পাড়ি দিতে হয় না। স্কুল থেকে মাসে তারা কয়েকবার বাবা-মায়ের সঙ্গে দেখা করার সুযোগ পায়। তখনই তাদের আলোকিত মানুষ হওয়ার প্রত্যয়ে দুর্মম পথ পাড়ি দিতে করতে হয় লড়াই।

সর্বশেষ সংবাদ শিরোনাম

ফেসবুকে ফেঞ্চুগঞ্জ সমাচার