প্রচ্ছদ

ফেঞ্চুগঞ্জে প্যানেল চেয়ারম্যান পদে জাহানারা বেগমের নিয়োগাদেশ তিন মাসের স্থগিত হাইকোর্টের রুল

২৯ মে ২০১৬, ২০:৫৩

ফেঞ্চুগঞ্জ সমাচার

IMG-20160529-WA0001ফেঞ্চুগঞ্জ উপজেলা পরিষদের অস্থায়ী চেয়ারম্যান পদে জাহানারা বেগম শ্যামার নিয়োগ ও উপজেলা পরিষদের প্যানেল গঠনাদেশ ৩ মাসের জন্য স্থগিত করে দিয়েছে উচ্চ আদালতের একটি বেঞ্চ।

গত ১৮ মে বিচারপতি সৈয়দ মোহাম্মদ দস্তগীর হোসেন এবং বিচারপতি এ,কে,এম শহীদুল হকের দ্বৈত বেঞ্চ গত ৫ ই মে ২০১৬ ইং তারিখে স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রনালয়ের সিনিয়র সচিব ড.জুলিয়া মঈন স্বাক্ষরিত ফেঞ্চুগঞ্জ উপজেলা পরিষদের অস্থায়ী চেয়ারম্যানপদে জাহানারা বেগম শ্যামাকে নিয়োগ ও উপজেলা পরিষদের প্যানের গঠনের যে আদেশ দিয়েছেন তা ৩ মাসের জন্য স্থগিতাদেশ প্রদান করেন। সেই সাথে সংশ্লিষ্টদের ৩ সপ্তাহের মধ্যে উপজেলা পরিষদের অস্থায়ী চেয়ারম্যান পদে জাহানারা বেগম শ্যামার নিয়োগ ও পরিষদের প্যানেল গঠনের আদেশকে কেন বে-আইনী ও অবৈধ ঘোষণা করা হবে না তা জানতে চেয়ে সংশ্লিষ্টদের কারণ দর্শানোর নির্দেশ প্রদান করা হয়েছে।

উপজেলা পরিষদের ভাইসচেয়ারম্যান মোহাম্মদ শহিদুর রহমান রোমান গত ১৪ ই মে উচ্চ আদালতে রীট আবেদন করেন।

এ ব্যাপারে ফেঞ্চুগঞ্জ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোহাম্মদ শহিদুর রহমান রোমান বলেন- ২০০৯ সালের ২৯ শে জুন উপজেলা পরিষদের ১৮৮ তম মাসিক সমন্বয় সভায় উপজেলা পরিষদের প্যানেল গঠন করা হয় এবং আমাকে চেয়ারম্যান-১ হিসাবে  সর্ব সম্মতিক্রমে অনুমোদন করা হয়।

অদ্যবদি প্যানেল চেয়ারম্যান ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসাবে বিভিন্ন সময় দায়িত্ব পালন করে আসছি। সর্বব শেষ  গত ২৫ ফেব্রুয়ারী উপজেলা পরিষদের ২০৫তম  সাধারণ সভায় প্যানেল চেয়ারম্যান-১ হিসাবে সভাপতিত্ব করি।  সম্প্রতি জাহানারা বেগম শ্যামাকে উপজেলা পরিষদের  অস্থায়ী চেয়ারম্যান হিসাবে নিয়োগ ও প্যানেল গঠন করা হলে এতে আমার অধিকার ক্ষুন্ন হয়। আমার অধিকার প্রতিষ্ঠা করতে আমি আইনের আশ্রয় নিয়েছি।

উল্লেখ্য- উপজেলা পরিষদ চেয়রম্যান সাইফুল্লাহ আল হোসাইনের বিরুদ্ধে একাধিক মামলার অভিযোগপত্র আদালতে গৃহীত হওয়ায় গত ১০ এপ্রিল  স্থানীয় সরকার বিভাগ সাইফুল্লাহ আল হোসাইনকে সাময়িকভাবে বরখাস্ত করে। বর্তমানে সাইফুল্লাহ আল হোসাইন কারাগারে অন্তরীণ রয়েছেন।

সংবাদটি ভাল লাগলে শেয়ার করুন
0Shares

সর্বশেষ সংবাদ শিরোনাম

ফেসবুকে ফেঞ্চুগঞ্জ সমাচার