আস্থা ভোটে জিতে গেলেন তুরস্কের নতুন প্রধানমন্ত্রী
৩০ মে ২০১৬, ১২:১৩
পার্লামেন্টের আস্থা ভোটে জয় পেলেন তুরস্কের নতুন প্রধানমন্ত্রী বিনালি ইলদিরিম। রবিবার বিনালি ইলদিরিমের সরকার আস্থা ভোটে জয় নিশ্চিত করেছে বলে জানান পার্লামেন্ট স্পিকার ইসমাইল কাহরামান। আর এর মধ্য দিয়ে বিধানিক কর্মসূচি শুরু করারও অনুমোদন পেলো নতুন সরকার।
ইলদিরিমের আগে তুরস্কের প্রধানমন্ত্রী হিসেবে আহমেত দাভুতোগলু নিয়োজিত ছিলেন। এরদোয়ানের সঙ্গে কয়েক সপ্তাহের বিবাদের পর সম্প্রতি পদত্যাগের ঘোষণা দেন তিনি। এরদোয়ান চান বর্তমান পার্লামেন্টারি ব্যবস্থার বদলে প্রেসিডেন্সিয়াল পদ্ধতিতে তুরস্ক পরিচালিত হোক। তিনি মনে করেন দুজন ক্ষমতাধর ব্যক্তির হাতে রাষ্ট্র পরিচালিত হতে পারে না। অন্যদিকে,আহমেত দাভুতোগলু মনে করেন,প্রেসিডেন্ট পদ্ধতির সরকার ব্যবস্থা চালু হলে তার কোনও কর্তৃত্ব থাকবে না। আর এ বিবাদের জেরে দাভুতোগলুর পদত্যাগের পর তুর্কি প্রেসিডেন্টের ঘনিষ্ঠ হিসেবে পরিচিত কেমিল এরটেম বলেছিলেন, নতুন নেতা নিয়োগে কোনও নির্বাচন অনুষ্ঠিত হবে না। প্রেসিডেন্টের ঘনিষ্ঠ কোনও ব্যক্তিকে প্রধানমন্ত্রী করা হতে পারে।
ইলদিরিম তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোয়োনের একজন ঘনিষ্ঠ মিত্র এবং ক্ষমতাসীন একে পার্টির সহ-প্রতিষ্ঠাতা। তুরস্কের সাবেক প্রধানমন্ত্রী দাভুতোগলুর পদত্যাগের ঘোষণার পর ইলদিরিমকে দলীয় সম্মেলনে একে পার্টির নতুন নেতা নির্বাচিত করা হয়। আর নতুন নেতা হিসেবে নির্বাচিত হওয়ার পর তাকে সরাসরি প্রধানমন্ত্রী হিসেবে ঘোষণা দেওয়া হয়। নতুন সরকারের কার্যক্রম শুরুর ক্ষেত্রে পার্লামেন্টে আস্থা ভোটে জয়লাভ প্রয়োজন ছিল।
রবিবার পার্লামেন্ট স্পিকার বলেন, বিনালি ইলদিরিমের সরকারের পক্ষে ভোট পড়েছে ৩১৫টি আর বিরুদ্ধে ভোট পড়েছে ১৩৮টি।
ধারণা করা হয়, তুরস্কে একটি পূর্ণাঙ্গ প্রেসিডেন্সিয়াল ব্যবস্থা প্রতিষ্ঠা করতে এরদোয়ান যে পরিকল্পনা নিয়েছেন তা বাস্তবায়নের জন্য ইলদিরিমকে প্রধানমন্ত্রী হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। সূত্র: রয়টার্স
সংবাদটি ভাল লাগলে শেয়ার করুন