প্রচ্ছদ

সরকার জনসংখ্যাকে জনসম্পদে পরিণত করতে চায়: এমপি ইমরান

৩১ মে ২০১৬, ০৯:৪০

ফেঞ্চুগঞ্জ সমাচার

01-145সিলেট-৪ আসনের সাংসদ ও ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রনালয় সর্ম্পকিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ইমরান আহমদ বলেছেন বর্তমান সরকার দেশের বিশাল জনগোষ্ঠীকে জন সম্পদে পরিণত করতে চায়। এ জন্য মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বেশ ক’টি উদ্যোগ নিয়েছেন। এর মধ্যে ন্যাশনাল সার্ভিস কর্মসুচি অন্যতম। এ কর্মসুচির আওতায় দেশের যুব সমাজকে বিভিন্ন প্রশিক্ষণের মাধ্যমে দক্ষ করে আত্মনির্ভরশীল করে গড়ে তোলার প্রচেষ্ঠা চালাচ্ছেন। সরকারের মূল লক্ষ্য প্রশিক্ষণের প্রাপ্ত যুবগোষ্ঠীকে কর্মক্ষম করে দেশের দেশের সামগ্রিক উন্নয়নের সাথে সম্পৃক্ত করা।

তিনি সোমবার গোয়াইনঘাট উপজেলায় পৃথক পৃথক অনুষ্ঠনে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। ওই দিন সকাল ১১ টায় গোয়াইনঘাট প্রেসক্লাব মিলনায়তনে ‘গোয়াইনঘাট উপজেলায় বর্তমান সরকারের সাফল্য, অর্জন ও উন্নয়ন ভাবনা বিষয়ক প্রচার কার্যক্রম’ শীর্ষক প্রেস ব্রিফিংয়ে তিনি প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। এ সময় জেলা তথ্য অফিসের উপপরিচালক জুলিয়া যেসমিন মিলি মূল প্রবন্ধ উপস্থাপনা করেন। গোয়াইনঘাট প্রসক্লাব সভাপতি মনজুর আহমদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এম এ মতিনের পরিচালনায় এতে গোয়াইনঘাট প্রেসক্লাবের দায়িত্বশীল ও সদস্যবৃন্দ অংশ গ্রহণ করেন।

দূপুর ১২ টায় উপজেলা পরিষদ মিলনায়তনে সরকারের সাফল্য, অর্জন ও উন্নয়ন ভাবনা বিষয়ক আলোজনা সভা, উদ্বুদ্বকরণ সংগীতানুষ্ঠান ও চলচিত্র প্রর্দশনী অনুষ্ঠানে তিনি প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। গোয়াইনঘাট উপজেলা নির্বাহী অফিসার মোঃ সালাহউদ্দিন’র সভাপতিত্ব ও সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় সরকারের বিভিন্ন উন্নয়ন মূলক অর্জন ও সাফল্যের উপর মূল প্রবন্ধ উপস্থাপন করেন জেলা তথ্য অফিসের উপপরিচালক জুলিয়া যেসমিন মিলি।

দুপুর ২ টায় উপজেলা পরিষদ মাঠে ন্যাশনাল সার্ভিস কর্মসুচির (৪র্থ পর্ব) ৩ মাস মেয়াদী মৌলিক প্রশিক্ষণ, ১ম ব্যাচের সমাপনী ও ২য় ব্যাচের শুভ উদ্বোধন অনুষ্ঠানে ও তিনি প্রধান অতিথির বক্তব্য রাখেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ সালাহউদ্দিন’র সভাপতিত্বে ও আজিমা ফেরদৌস’র সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন উপজেলা যুব উন্নয়ন অফিসার মো. আজহারুল কবীর।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন গোয়াইনঘাট উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল হাকিম চৌধুরী, গোয়াইনঘাট উপজেলা আওয়ামী লীগের সভাপতি মুহাম্মদ ইব্রাহিম, সহকারী কমিশনার (ভূমি) আশ্রাফ আহমদ রাসেল, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ইউ/পি চেয়ারম্যান গোলাম কিবরিয়া হেলাল, মহিলা ভাইস চেয়ারম্যান আফিয়া বেগম, গোয়াইনঘাট বিশ^বিদ্যালয় কলেজের অধ্যক্ষ ফজলুল হক, ইউ/পি চেয়ারম্যন লুৎফুর রহমান লেবু, এস কামরুল হাসান আমিরুল, আব্দুস সালাম, আমিনুর রহমান চৌধুরী। প্রশিক্ষণার্থীদের মধ্যে বক্তব্য রাখেন লুৎফুর রহমান, আব্দুল কাদির জিলানী, জেসমিন প্রমূখ।

অপরদিকে বিকাল ৫ টায় এম পি ইমরান আহমদ সোনালী ব্যাংক লিঃ গোয়াইনঘাট শাখার আয়োজনে, উপজেলা পরিষদ মিলনায়তনে সরকারী ভাতাপ্রাপ্ত মুক্তিযোদ্ধাদের জন্য বিশেষ ঋণ কর্মসুচির আওতায় ৬৫ জন মুক্তিযোদ্বাকে ১ কোটি ৩০ লাখ টাকা ঋণ প্রদান করেন। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন সোনালী ব্যাংক গোয়াইনঘাট শাখার ম্যানেজার মোঃ মনিরুজ্জামান। এসময় উপস্থিত ছিলেন সোনালী ব্যাংক লিঃ প্রিন্সিপাল অফিস সিলেটের ডেপুটি জেনারেল ম্যানেজার রণধীর চন্দ্র দাস, উপজেলা মুক্তিযোদ্বা সংসদের কমান্ডার মোঃ আব্দুল হকসহ অন্যান্য মুক্তিযোদ্বাগণ।

সংবাদটি ভাল লাগলে শেয়ার করুন
0Shares

সর্বশেষ সংবাদ শিরোনাম

ফেসবুকে ফেঞ্চুগঞ্জ সমাচার