প্রচ্ছদ

সিএমএইচে অসুস্থ স্পিকার শিরীন শারমিন চৌধুরীর শয্যাপাশে প্রধানমন্ত্রী শেখ হাসিনা

৩১ মে ২০১৬, ১৭:৩১

ফেঞ্চুগঞ্জ সমাচার

a-381প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব আশরাফুল আলম খোকন জানান, শেখ হাসিনা সোমবার রাত পৌনে ৮টার দিকে সিএমএইচে যান। সেখানে ৪৫ মিনিট ছিলেন তিনি। সেনা প্রধান জেনারেল আবু বেলাল মোহাম্মদ শফিউল হক ও প্রধানমন্ত্রীর সামরিক সচিব মেজর জেনারেল মিয়া মোহাম্মদ জয়নুল আবেদীন এ সময় উপস্থিত ছিলেন।

আশরাফুল আলম বলেন, প্রধানমন্ত্রী স্পিকার শিরীন শারমিনের শারিরিক অবস্থার খোঁজ-খবর নেন। প্রধানমন্ত্রী এ সময় স্পিকারের সঙ্গে কিছু সময় কাটান এবং তার আশু সুস্থতা কামনা করেন।

সংসদের একটি সূত্র জানায়, শনিবার রাতে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন স্পিকার। তখন তাকে একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। প্রাথমিক চিকিৎসার পর রাতেই তাকে সিএমএইচে স্থানান্তর করা হয়।

স্পিকারের উচ্চ রক্তচাপের কারণে অসুস্থ হয়ে পড়েন বলে ওই সূত্র জানায়। হাসপাতালে পরীক্ষার পর তার দেহে সংক্রমণও ধরা পড়ে।

রবিবার সন্ধ্যায় রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ এবং প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা সিএমএইচে শিরীন শারমিনকে দেখতে যান।

সংবাদটি ভাল লাগলে শেয়ার করুন
0Shares

সর্বশেষ সংবাদ শিরোনাম

ফেসবুকে ফেঞ্চুগঞ্জ সমাচার