২৬ মে অগ্নিকান্ডের কারনে শাহজালাল সারকারখানার উৎপাদন বন্ধ
৩১ মে ২০১৬, ১১:১১
গত ২৬ মে ২০১৬ ইং তারিখ সন্ধ্যায় শাহজালাল সারকারখানায় ড্রেন দিয়ে আশে-পাশের এলাকায় ছড়িয়ে পড়ার কারনে অগ্নিকান্ডের ঘটনায় সারকারখানাটি মোটা অংকের ক্ষতির মুখে পড়েছে। ধারনা করা হচ্ছে কারখানাটির ক্ষতির পরিমান দাড়িয়েছে প্রায় ১০ কোটি টাকা। হঠাৎ শাট ডাউন দেয়ায় উৎপাদন ব্যাহত হয়ে ক্ষতির পরিমাণ এমন হচ্ছে। জানা যায়, ঐদিন সন্ধ্যায় শাহজালাল সারকারখানার এডমিন বিল্ডিং সংলগ্ন জালালাবাদ গ্যাসের অস্থায়ী সি এম এস ( কাস্টমার মিটারিং স্টেশনে) আগুনের সুত্রপাত হয়।
লেলিহান শিখা দেখে জালালাবাদ গ্যাস কর্তৃপক্ষ মুহুর্তেই গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করে দেন। এতে শাহজালাল সারকারখানার উৎপাদন বন্ধ হয়ে যায় । কেন এই আগুনের সুত্রপাত? এর কারণ অনুসন্ধানে জানা যায়, গ্যাসের অস্থায়ী সি এম এসে গ্যাসের সাথে আসা কন্ডেনসেট ( অপরিশোধিত জালানি) যে রিজার্ভ ট্যাংকে রাখা হয়েছিল তা ভর্তি হয়ে পাশের ড্রেন দিয়ে ছড়িয়ে পড়ে আশে-পাশে এলাকায় ছড়িয়ে পড়ে। ধারনা করা হচ্ছে ওই ড্রেনে সিগারেট কিংবা দিয়াশলাই কাটি ফেলায় তাতে আগুন লেগে যায়। অতিরিক্ত কন্ডেনসেট ওয়েল প্রতিদিন ড্রামে তোলা হয় কিন্তু ঐদিন অতিরিক্ত তেল ড্রামে না তোলার কারনে ড্রেনে মাধ্যমে কারখানার বাহিরে ছড়িয়ে পড়ে ফলে অগ্নিকান্ডে ওয়াবদা কলোনীর তিনজন লোক মারাত্নক ভাবে আহত হয় তারা এখন চিকিৎসাধীন রয়েছে ।
কন্ডেনসেট গুলো নিয়ে যেত ইস্টার্ন রিফাইনারি নামের একটি কোম্পানি নিয়ে যায়। যারা এই কন্ডেনসেট থেকে পরিশোধনের মাধ্যমে ডিজেল, অকটেন, পেট্রোল ইত্যাদি জ্বালানির উপজাত বের করতো। রিজার্ভ ট্যাংক ভরে ড্রেন পর্যন্ত গড়াল কিন্তু কেউ দেখল না। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের গাফিলতিতে কোটি কোটি টাকার উৎপাদন আজ ব্যাহত হলো।
সংবাদটি ভাল লাগলে শেয়ার করুন