ফেঞ্চুগঞ্জ-সিলেট সড়কে রাস্তার পাশের গাছ কাটছিলো চোর, নিহত১ যাত্রী
০১ জুন ২০১৬, ০৯:১২
ফেঞ্চুগঞ্জ-সিলেট সড়কের রাস্তার পাশের গাছ কেটে নিচ্ছিলো চোরেরা। হঠাৎ একটি কাটা গাছ কেটে পড়ে রাস্তা দিয়ে চলন্ত অটোরিকশা ও প্রাইভেটকারের উপর। ঘটনাস্থলেই প্রাণ যায় এক যাত্রী। আহত হন আরো অন্তত ৭ যাত্রী। আহত ও নিহতদের ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
বুধবার রাত সাড়ে দশটার দিকে সিলেট-ফেঞ্চুগঞ্জ সড়কের দক্ষিণ সুরমা ও ফেঞ্চুগঞ্জ উপজেলার মধ্যবর্তী বরইতল নামক স্থানে এ ঘটনা ঘটে। নিহত ব্যক্তির নাম এমরান আহমদ (২৬)। তিনি ফেঞ্চুগঞ্জের ঘিলাছড়া এলাকার বাদেদেউলি এলাকার বাসিন্দা।
দুর্ঘটনাকবলিত অটোরিকশাটি ফেঞ্জুগঞ্জের দিকে যাচ্ছিলো ও প্রাইভেটকারটি সিলেটের দিকে আসছিলো।
এতে আহতদের মধ্যে পারভেজ, পাভেল ও কামরান বাকী আহতদের নাম জানা যায়নি।
ঘটনাস্থল থেকে দক্ষিণ সুরমা থানার ওসি খায়রুল ফজল বলেন, রাস্তার পাশের একটি মরা গাছ কেটে নিচ্ছিলো কয়েকজন চোর। হঠাৎ একটি গাছ গিয়ে পড়ে সিলেট-ফেঞ্চুগঞ্জ সড়ক দিয়ে চলাচলকারী একটি সিএনজি চালিত অটোরিকশা ও একটি প্রাইভেটকারের উপর। এতে দুটি গাড়িই দুমড়ে মুছড়ে যায়।
এতে ৭/৮ জন আহত হন জানিয়ে খায়রুল ফজল বলেন, আহতদের উদ্ধার করে ওসমানী হাসপাতালে পাঠানো হয়েছে। তবে রাস্তায় একজন মারা গেছেন বলে শুনেছি।
সংবাদটি ভাল লাগলে শেয়ার করুন