প্রচ্ছদ

খেলাধুলায় বাংলাদেশ বহির্বিশ্বে পরিচিতি লাভ করেছে— মাহমুদ উস সামাদ চৌধুরী এমপি

০৪ জুন ২০১৬, ০৮:৫৯

ফেঞ্চুগঞ্জ সমাচার

IMG_0500-995x498সিলেট-৩ আসনের এমপি ও প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সদস্য মাহমুদ উস সামাদ চৌধুরী বলেছেন, বর্তমান সরকারের প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার পৃষ্ঠপোষকতায় খেলাধুলায় বাংলাদেশ বহির্বিশ্বে পরিচিতি লাভ করেছে। ফুটবল খেলা বাংলাদেশ থেকে বিলীন হওয়ার উপক্রম হয়েছিল, বঙ্গবন্ধু-বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা মুজিব গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্ট চালু করার মাধ্যমে এই জনপ্রিয় খেলা এখন তৃণমূল পর্যায় থেকে খেলোয়াড় তৈরী হচ্ছে। এই টুর্নামেন্টে প্রতি বছর সারা দেশে ১ লাখ ৬০ হাজার দল খেলায় অংশ নেয়। লেখাপড়ার পাশাপাশি শিশু-কিশোরা প্রতিভা বিকাশের সুযোগ পাচ্ছে এবং তাদের মনোবল সুদৃঢ় হচ্ছে। তিনি লেখাপড়ার পাশাপাশি শিক্ষার্থীদের সকল ক্ষেত্রে পারদর্শী হওয়ার আহবান জানান।

এমপি মাহমুদ উস সামাদ চৌধুরী ৩ জুন শুক্রবার দক্ষিণ সুরমা উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসের উদ্যোগে কুচাই ইছরাব আলী স্কুল এন্ড কলেজ মাঠে উপজেলা পর্যায়ে বঙ্গবন্ধু-বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা মুজিব গোল্ডকাপ টুর্নামেন্টের ফাইনাল খেলা শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।
উপজেলা শিক্ষা কর্মকর্তা জিয়া উদ্দিনের সভাপতিত্বে ও এডভোকেট শামীম আহমদের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ ইমাদ উদ্দিন, মোগলাবাজার থানার ওসি খায়রুল ফজল, জেলা আওয়ামীলীগের শিক্ষা ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক কবির উদ্দিন আহমদ, জেলা আওয়ামীলীগ নেতা ও সাবেক চেয়ারম্যান আলহাজ¦ মইনুল ইসলাম উপজেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ¦ সাইফুল আলম, ইছরাব আলী স্কুল এন্ড কলেজ গভর্ণিংবডির সভাপতি শাহ নিজাম উদ্দিন, অধ্যক্ষ সাহাব উদ্দিন, উপজেলা শিক্ষা কমিটির সদস্য আব্দুস সালাম মর্তু, আওয়ামীলীগ নেতা শাহ ছমির উদ্দিন, শাহ আলী রাজা, আতিকুর রহমান, পংকি মিয়া, আওয়ামীলীগ নেতা হাজী গুলজার আহমদ, কুচাই ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আব্দুর রহমান আনা, সাধারণ সম্পাদক আকতার হোসেন, দাউদপুর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আহমদ হোসেন খোকন, সিলাম ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি হাজী আব্দুল মতিন, লালাবাজার ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এড. মুহিত হোসেন, তেতলী ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আব্দুল বাছিত রানা, লালাবাজার ইউপি চেয়ারম্যান পীর ফয়জুল হক, রেবতী রমন সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি প্রভাষক নিরুপম চক্রবর্তী শুভ্র, প্রধান শিক্ষক শাহ ফারুক, উপজেলা যুবলীগের যুগ্ম আহবায়ক আশিক আলী, লালাবাজার ইউনিয়ন যুবলীগের সভাপতি নিজাম আহমদ, সাধারণ সম্পাদক হেলাল আহমদ, শেখ রাসেল জাতীয় শিশু কিশোর পরিষদ সিলেট জেলা শাখার সভাপতি ডা. রকিবুল হাসান জুয়েল, কৃষকলীগ নেতা শামীম কবির, ইউপি সদস্য কাবুল আহমদ, ঝাপা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক লুৎফুর রহমান প্রমুখ। বিপুল দর্শকের উপস্থিতিতে তুমুল উত্তেজনাপূর্ণ খেলায় ছেলেদের মধ্যে মোগলাবাজার রেবতী রমন সরকারী প্রাথমিক বিদ্যালয় ট্রাইবেকারে ৩-২ গোলে বরইকান্দি ইউনিয়নের চান্দাই সরকারী প্রাথমিক বিদ্যালয়কে পরাজিত করে।

মেয়েদের মধ্যে দাউদপর ইউনিয়নের ঝাপা সরকারী প্রাথমিক বিদ্যালয় ৪-২ গোলে কামাল বাজার জনমঙ্গল সরকারী প্রাথমিক বিদ্যালয়কে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। খেলায় রেফারীর দায়িত্ব পালন করেন আক্কাছ উদ্দিন আক্কাই ও গিয়াস উদ্দিন। পরে প্রধান অতিথি চ্যাম্পিয়ন ও রানার্সআপ দলের মধ্যে পুরস্কার বিতরন করেন।

সংবাদটি ভাল লাগলে শেয়ার করুন
0Shares

সর্বশেষ সংবাদ শিরোনাম

ফেসবুকে ফেঞ্চুগঞ্জ সমাচার