প্রচ্ছদ

আগামী সংসদ নির্বাচনে অংশ নেবেন না অর্থমন্ত্রী

০৫ জুন ২০১৬, ২০:০২

ফেঞ্চুগঞ্জ সমাচার

FB_IMG_1465135264886অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত আগামী সংসদ নির্বাচনে অংশ নেবেন না বলে জানিয়েছেন। রোববার বিকেলে সচিবালয়ে সিলেটের স্বাস্থ্য খাতের উন্নয়ন সম্পর্কিত এক বৈঠক শেষে সাংবাদিকদের এ কথা জানান তিনি।

অর্থমন্ত্রী বলেন, ‘আমি আমার নির্বাচনী এলাকায় এখন আর খুব বেশি দায়িত্ব পালন করতে পারছি না। এ কে আবদুল মোমেন (অর্থমন্ত্রীর ছোট ভাই) আগামী নির্বাচনের জন্য প্রস্তুতি নিচ্ছেন। তবে দেখতে হবে তার গ্রহণযোগ্যতা ও দলের অবস্থান কী।’

তিনি ২০০৯ সাল থেকে শেখ হাসিনা সরকারের অর্থমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করে চলেছেন।
২০১৬-১৭ অর্থবছরের বাজেটসহ রেকর্ড দশমবারের মতো বাজেট ঘোষণা করেছেন আবুল মাল আব্দুল মুহিত।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা নেতৃত্বাধীন সরকারের সময়ে আটটি বাজেট উপস্থাপন করেছেন তিনি। এর আগে হুসেইন মুহম্মদ এরশাদের অর্থমন্ত্রী থাকার সময়ে দুটি বাজেট উপস্থাপন করেছিলেন তিনি।

সর্বশেষ সংবাদ শিরোনাম

ফেসবুকে ফেঞ্চুগঞ্জ সমাচার