১৬ কোটি টাকা ব্যয়ে ফেঞ্চুগঞ্জ-বালাগঞ্জ সড়কের সংস্কার কাজের উদ্বোধন করলেন মাহমুদ উস সামাদ চৌধুরী এমপি
০৫ জুন ২০১৬, ০০:২৫
সিলেট-৩ আসনের এমপি ও প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সদস্য মাহমুদ উস সামাদ চৌধুরী বলেছেন, বর্তমান সরকার যোগাযোগ ব্যবস্থা উন্নতকরণের মাধ্যমে জনগণের জীবনমান বৃদ্ধি করছে। ফলে জেলা সদরের সাথে উপজেলা সদরের যোগাযোগ ব্যবস্থা সহজতর হয়েছে। যোগাযোগ ব্যবস্থা উন্নত থাকার কারণে কৃষকরা তাদের উৎপাদিত সফল শাক সবজি, ধান, পাট প্রভৃতি বাজারজাত করতে পারছে। এরই ধারাবাহিকতায় সিলেট-৩ নির্বাচনী এলাকায় জনগুরুত্বপূর্ণ এলাকাগুলো চিহ্নিতকরণের মাধ্যমে পর্যায়ক্রমে উন্নয়ন হচ্ছে। সরকারের পরিকল্পিত উন্নয়নের মাধ্যমে দেশকে মধ্য আয়ের দেশে উন্নয়ন করতে জনগণের সার্বিক সহযোগিতা থাকতে হবে।
এমপি মাহমুদ উস সামাদ চৌধুরী গতকাল ৪ জুন শনিবার দুপুরে ১৬ কোটি টাকা ব্যয়ে ফেঞ্চুগঞ্জ-বালাগঞ্জ সড়কের সংস্কার কাজের উদ্বোধনকালে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।
পূর্ব গৌরীপুর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি জালাল উদ্দিন আহমদের সভাপতিত্বে ও আব্দুল আউয়াল কয়েসের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিলেট সিনিয়র সহকারী প্রকৌশলী শাহ আলম, ফেঞ্চুগঞ্জ উপজেলা প্রকৌশলী জিহান আল তুহিন, বালাগঞ্জ উপজেলা প্রকৌশলী জাহেদুল ইসলাম, পূর্ব গৌরীপুর ইউনিয়নের নব নির্বাচিত চেয়ারম্যান হিমাংশু রঞ্জন দাস। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন আওয়ামীলীগ নেতা আব্দুল মালিক সাইস্তা, সিরাজুল ইসলাম চৌধুরী, টিপু সুলতান, আব্দুল কাইয়ুম, হাজী লুদু মিয়া, হাজী খসরু মিয়া, জয়নাল আবেদীন, মিলন আহমদ, শাহজাহান শাহ, নাসির উদ্দিন, জুনেদ আহমদ, শিক্ষক সহিদুজ্জামান, ছাত্রলীগ নেতা তুহিন মনসুর, মিজানুর রহমান বাবেল, নাহিদ সুলতান পাশা।