অর্থমন্ত্রীকে নিয়ে ডকুমেন্টারি ফিল্ম হচ্ছে সিলেটে
১১ জুন ২০১৬, ০৩:২৯
অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতকে নিয়ে ডকুমেন্টারি ফিল্ম হচ্ছে। এ ফিল্মের দৃশ্যায়নসহ আরো কিছু কর্মসূচিতে যোগদানের জন্য মন্ত্রী বৃহস্পতিবার দুপুরে সিলেটে এসেছেন। বেলা ১টা ৫০ মিনিটে মন্ত্রী বিমানযোগে সিলেট ওসমানী বিমানবন্দরে অবতরণ করেন বলে বিমানবন্দরের সঙ্গে সংশ্লিষ্ট একটি সূত্র জানায়।
ট্যুর প্রোগ্রাম অনুযায়ী, বৃহস্পতিবার দুপুর ২টায় মন্ত্রী হাফিজ কমপ্লেক্স থেকে তাকে নিয়ে নির্মিতব্য ডকুমেন্টারি ফিল্ম দৃশ্যায়নের জন্য বিভিন্ন স্থান পরিদর্শনে বের হবেন। পাশাপাশি (শুক্রবার) দুপুর ২টা থেকে সিলেট সার্কিট হাউসে তাকে নিয়ে নির্মিতব্য ডকুমেন্টারি ফিল্মের জন্য মাহমুদ উস সামাদ চৌধুরী এমপি সিলেট-৩ ও সাবেক সিলেট সিটি কর্পোরেশনের মেয়র বদর উদ্দিন আহমদ কামরান সহ বিভিন্ন ব্যক্তিবর্গের সাক্ষাৎকার গ্রহণ করা হবে।
এছাড়া, শুক্রবার সকাল ১০টায় ঢাকা দক্ষিণে বিভিন্ন কার্যক্রমে অংশগ্রহণ, বিকাল ৫টায় মাহিউদ্দিন আহমদ সেলিম বাফুফে’র কেন্দ্রীয় সদস্য মনোনীত হওয়ায় তার সম্মানে জেলা ক্রীড়া সংস্থা আয়োজিত সংবর্ধনা ও ইফতার মাহফিলে যোগদান এবং একই দিন রাত ১০টায় মাহা-ইমজা মিডিয়া কাপ ক্রিকেট টুর্নামেন্টের পুরস্কার বিতরণী অনুষ্ঠানে যোগদান, শনিবার সকাল ১০টায় হাফিজ কমপ্লেক্স জকিগঞ্জ উপজেলার নবনির্বাচিত চেয়ারম্যানদের সাক্ষাৎ, সকাল ১১টায় মদনমোহন কলেজের গভর্নিং বডির সভায় যোগদান করবেন। ওই দিন দুপুর ১২টায় মন্ত্রী বিমানযোগে ঢাকার উদ্দেশ্যে সিলেট ত্যাগ করবেন।
সংবাদটি ভাল লাগলে শেয়ার করুন