জনগণের সেবার মান উন্নয়নে আন্তরিকতা সাথে কাজ করতে হবে– এমপি মাহমুদ উস সামাদ চৌধুরী
১৬ জুন ২০১৬, ০৪:২০
সিলেট-৩ আসনের এমপি মাহমুদ উস সামাদ চৌধুরী বলেছেন, পবিত্র রমজান মাসে যানজট মুক্ত নিরাপদ সড়ক ব্যবস্থা বজায় রাখতে আইন শৃংখলা বাহিনীকে বলিষ্ঠ ভ‚মিকা রাখতে হবে। জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে উপজেলা প্রশাসন সহ আইন শৃংখলা বাহিনীকে নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করতে হবে। জনগণের সেবার মান উন্নয়নে সরকারী কর্মকর্তা ও জনপ্রতিনিধিদের দায়িত্ব অনেক বেশি। তাই সকলেকে জবাবদিহিতার মনমানসিকতা নিয়ে কাজ করার আহবান জানান।
এমপি মাহমুদ উস সামাদ চৌধুরী ১৫ জুন বুধবার বিকেলে ফেঞ্চুগঞ্জ উপজেলা আইন শৃংখলা কমিটির মাসিক সভায় প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন। উপজেলা নির্বাহী অফিসার হুরে জান্নাতের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান জাহানারা বেগম শ্যামা, সহকারী কমিশনার ভ‚মি আনিসুর রহমান। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ফেঞ্চুগঞ্জ থানার ওসি আব্দুস ছালেক, উপজেলা আওয়ামীলীগের সভাপতি শওকত আলী, সাধারণ সম্পাদক আব্দুল বাসিত টুটুল, ফেঞ্চুগঞ্জ ইউপি চেয়ারম্যান জাহিরুল ইসলাম মুরাদ, মাইজগাঁও ইউপি চেয়ারম্যান নুরুল ইসলাম বাসিত, ঘিলাছড়া ইউপি চেয়ারম্যান আশরাফ বাবুল, উত্তর কুশিয়ারা ইউনিয়ন পরিষদের প্রশাসক চন্দন কুমার মহাপাত্র, উত্তর ফেঞ্চুগঞ্জ ইউনিয়ন পরিষদের প্রশাসক কামাল আহমদ, উপজেলা মক্তিযোদ্ধা কমান্ডার আকরাম হোসেন, আলতাউর রহমান রুনু, ব্যবসায়ী আব্দুর বারি, জিল্লুর রহমান, সাংবাদিক জিয়া খালেদ, মামুন আহমদ প্রমুখ।
এর আগে এমপি মাহমুদ উস সামাদ চৌধুরী ঐচ্ছিক তহবিলে অর্থ গরীব দুঃস্থদের মধ্যে বিতরণ করেন। পরে চা-বাগান শ্রমিকদের মধ্যে শাড়ী ও লুঙ্গি বিতরণ করা হয়।
সংবাদটি ভাল লাগলে শেয়ার করুন