মোস্তাফিজের জন্য ব্যাকুল সাসেক্স
২২ জুন ২০১৬, ১২:২২
ভারতীয় প্রিমিয়ার লীগে (আইপিএল) নিজের প্রথম আসরেই শিরোপা জিতে ফিরেছেন বাংলাদেশের পেসার মোস্তাফিজুর রহমান। এরপর চুক্তি অনুযায়ী ইংলিশ কাউন্টিতে সাসেক্সের হয়ে খেলতে যাওয়ার কথা ছিল তার। কিন্তু চোট থেকে সেরে উঠতে দেরি হওয়ায় তিনি এখনও সাসেক্সে যোগ দিতে পারেননি। মোস্তাফিজ আইপিএল থেকে ফেরার পর বাংলাদেশ ক্রিকেট বোর্ডে (বিসিবি) ফিজিও বায়েজিদুল ইসলাম ৯ই জুন বলেন, তার সেরে উঠতে সপ্তাহ দুই সময় লাগবে। এতে দেরিতে হলেও তাকে পাওয়ার আশায় ছিল সাসেক্স।
কিন্তু গত সপ্তাহে ট্রেইনার মারিও ভিল্লাভারায়ন বড় দুঃসংবাদ দেন সাসেক্সকে। তিনি জানান, মোস্তাফিজের সুস্থ হয়ে উঠতে এখনও মাস খানেক সময় লাগবে। এতে হতাশ সাসেক্স। মোস্তাফিজের বদলি হিসেবে তারা দলে নিয়েছিল দক্ষিণ আফ্রিকার অলরাউন্ডার ডেভিড ভিসাকে। কিন্তু ক্যারিবিয়ান প্রিমিয়ার লীগে চুক্তিবদ্ধ হওয়ায় তিনি সাসেক্স ছেড়ে চলে যাচ্ছেন। এছাড়া ইংলিশ পেসার ক্রিস জর্ডানকে তারা পাচ্ছে না তার জাতীয় দলে খেলার কারণে। এতে তারা পড়েছে পেসার শঙ্কটে। মোস্তাফিজকে সময়মতো না পেয়ে হতাশ সাসেক্সের কোচ মার্ক ডেভিস।
তিনি সংবাদমাধ্যমকে বলেন, ‘আমাদের হাতে দু’টি বিকল্প ছিল। কিন্তু তারা দল ছেড়ে চলে গেছে। এতে এই মুহূর্তে তার (মোস্তাফিজ) বিকল্প খুঁজে পাওয়া মুশকিল। বিশ্বের সেরা খেলোয়াড়রা সব চুক্তিবদ্ধ হয়ে গেছে। কেউ আবার ক্যারিবিয়ান প্রিমিয়ার লীগ কিংবা দেশের হয়ে খেলছে। এই ফরমেটে (টি-টোয়েন্টি) মোস্তাফিজ বিশ্বের এক নম্বর বোলার। এইজন্য তাকে আমরা চুক্তিবদ্ধ করেছিলাম। কিন্তু তাকে এখনও না পেয়ে আমরা হতাশ।’ তবে মোস্তাফিজকে পাওয়ার আশা তিনি একেবারে ছেড়ে দিচ্ছেন না। বলেন, ‘আমি বাংলাদেশের কোচের সঙ্গে কথা বলেছি। তিনি দুই সপ্তাহ পর পর্যবেক্ষণ করে আমাকে খবর দেবেন বলে জানিয়েছেন। তাকে (মোস্তাফিজ) আটকে রাখা বাংলাদেশের জন্য সহজ হবে না। তাদের কোচের কাছ থেকে আমি অনেক নির্দেশনা পেয়েছি। বাংলাদেশ দলের ফিজিও ও ট্রেইনারের সঙ্গে আমি কথা বলেছি। আশা করছি, খুব শিগগিরই বিষয়টির সমাধান হবে।’
সংবাদটি ভাল লাগলে শেয়ার করুন