প্রচ্ছদ

ফেঞ্চুগঞ্জ শাহজালাল সারকারখানা শ্রমিক ইউনিয়নের কমিটি অনুমোদন

২৩ জুন ২০১৬, ১৫:৩২

ফেঞ্চুগঞ্জ সমাচার

13394181_850807191691758_4657019001682113461_nনব নির্মিত শাহজালাল সারকারখানার শ্রমিক ইউনিয়ন সিবিএর কার্যকরী কমিটি অনুমোদন দিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। গত ১৩ জুন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের শ্রম পরিদপ্তরের রেজিষ্টার্ড ৯ সদস্য বিশিষ্ট সিবিএর কার্য নির্বাহী কমিটি অনুমোদন দিয়েছে।

ইতিপূর্বে সালেহ-রায়হান পরিষদের কার্যকরি কমিটি প্রত্যক্ষ ভোটে ২০১৩ সালে ফেঞ্চুগঞ্জ প্রাকৃতিক গ্যাস সারকারখানার হয়ে নির্বাচিত হয়েছিল।

শাহজালাল সারকারখানার নির্মাণ শেষে উৎপাদন ব্যবস্থায় ফিরে যাবার পর পুরাতন সারকারখানার সিংহভাগ কর্মকর্তা, কর্মচারী এবং শ্রমিকের নতুন কারখানার নিয়ে যায়। কারখানাটি চালুর পর শ্রমিকের বিভিন্ন দাবী দাওয়া আদায়ের বিষয়ে ট্রেড ইউনিয়নের কোন সংগঠন ছিল না। কারখানা চালুর প্রথম চালুর প্রথমবারের মত নির্বাচন ছাড়াই সালেহ রায়হান পরিষদের ট্রেড ইউনিয়নের ৯ সদস্য বিশিষ্ট কমিটি সংশ্লিষ্ট বিভাগ থেকে অনুমোদন লাভ করে।

অনুমোদিত কমিটির নেতৃবৃন্দরা হলেন সভাপতি সালেহ আহমেদ, সহ-সভাপতি আব্দুল মালেক চৌধুরী, সহ-সভাপতি নুরুল ইসলাম, সাধারণ সম্পাদক রায়হান খন্দকার, যুগ্ন সম্পাদক ফরহাদ হোসেন ভূইয়া, সহ সম্পাদক ফারুকুল আলম, কোষাদক্ষ আব্দুল লতিফ, সাংগঠনিক সম্পাদক বদরুল আলম, দপ্তর সম্পাদক রাজু আহমেদ।

বিশিষ্ট শ্রমিক নেতা নব প্রতিষ্ঠিত শাহজালাল সারকারখানা শ্রমিক ইউনিয়নের অনুমোদিত কমিটির সভাপতি সালেহ আহমেদ জানান শ্রমিক কর্মচারীদের ন্যায়সঙ্গত দাবী দাওয়া আলোচনার মাধ্যমে নিস্পত্তি করার জন্য সংগঠনের নেতৃবৃন্দ বলিষ্ট ভূূমিকা রাখবে। এছাড়া সার শিল্পে উৎপাদন ব্যবস্থা অব্যাহত রাখার জন্য অগ্রনী ভূমিকা রাখবে বলে তিনি জানান।

সংবাদটি ভাল লাগলে শেয়ার করুন
0Shares

সর্বশেষ সংবাদ শিরোনাম

ফেসবুকে ফেঞ্চুগঞ্জ সমাচার