প্রচ্ছদ

সরকার গ্রামীণ জনগণের চাহিদা পূরণে কাজ করে যাচ্ছে —– মাহমুদ উস সামাদ চৌধুরী এমপি

২৪ জুন ২০১৬, ২৩:৩৫

ফেঞ্চুগঞ্জ সমাচার

fileসিলেট-৩ আসনের এমপি ও প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সদস্য মাহমুদ উস সামাদ চৌধুরী বলেছেন, দক্ষিণ সুরমা-ফেঞ্চুগঞ্জ ও বালাগঞ্জ একাংশের সব ক’টি পাকা সড়ক সংস্কার করা হচ্ছে। ইতিমধ্যে কয়েকটি সড়কের সংস্কার কাজ শেষ হয়েছে। বাকি সড়কগুলোর সংস্কার কাজ শীঘ্রই শেষ হবে। বর্তমান সরকার গ্রামীণ জনপদের জনগণের চাহিদা পূরণে আন্তরিকভাবে কাজ করে যাচ্ছে। ইনশাআল্লাহ বর্তমান সরকারের আমলে জনগণের কাংখিত উন্নয়নের মাধ্যমে জনগণকে দেয়া প্রতিশ্রুতি বাস্তবায়ন করা হবে।

এমপি মাহমুদ উস সামাদ চৌধুরী ২৩ জুন বৃহস্পতিবার ৩৫ লাখ টাকা ব্যয়ে দক্ষিণ সুরমার খালেরমুখ-কলাবাগান-লালাবাজার সড়ক সংস্কার কাজ শেষে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা দুর্গেশ রঞ্জন দত্ত, উপজেলা আওয়ামীলীগের সভাপতি হাজী সাইফুল আলম, জেলা আওয়ামীলীগ নেতা আলহাজ¦ মইনুল ইসলাম, মোগলাবাজার থানার ওসি খায়রুল ফজল, আওয়ামীলীগ নেতা শাহ ছমির উদ্দিন। মোগলাবাজার ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি শানর মিয়ার সভাপতিত্বে ও সেলিম আহমদ মেম্বারের পরিচালনায় অনুষ্ঠিত সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন দাউদপুর ইউপি চেয়ারম্যান নূরুল ইসলাম আলম, সিলাম ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি হাজী আব্দুল মতিন, আইয়ুব হোসেন মেম্বার, শাহনূর আহমদ মেম্বার, খালেরমুখ বাজার বাসস্ট্যান্ট ব্যবসায়ী সমিতির সভাপতি জামাল আহমদ, মুক্তিযোদ্ধ আকরাম হোসেন, বিজন দেব নাথ, যুবলীগ নেতা কামাল আহমদ চৌধুরী, মুজিবুর রহমান, ছাত্রলীগ নেতা বেলাল আহমদ জীবন, অটোরিক্সা শ্রমিক ইউনিয়ন খালেরমুখ শাখার সাধারণ সম্পাদক খলিল আহমদ প্রমুখ।

সংবাদটি ভাল লাগলে শেয়ার করুন
0Shares

সর্বশেষ সংবাদ শিরোনাম

ফেসবুকে ফেঞ্চুগঞ্জ সমাচার