আবার সচল সিলেটের আলী আমজদের ঘড়ি
২৯ জুন ২০১৬, ০৩:২৩
ফেঞ্চুগঞ্জ সমাচার
আবার সচল হয়েছে সিলেটের আলী আমজাদের ঘড়ি। দীর্ঘ দুই বছর পর সিলেট সিটি কর্পোরেশনের উদ্যোগে ঘড়িটি আবার চালু করা হয়েছে। এতে ব্যয় হয়েছে প্রায় ৪ লাখ টাকা। পুরো ঘড়িঘরটিও রং করা হয়েছে।
চালু হওয়ার পর থেকে প্রতি ঘন্টায় ঘড়িটির ঘন্টা বাজছে। আলী আমজাদের ঘড়ির ঘন্টাধ্বনী শোনা যায় প্রায় আধা কিলোমিটার দূর থেকে।
আগামী দেড় বছর ঘড়িটি রক্ষানাবেক্ষনের দায়িত্ব পালন করবে ঠিকাদারি প্রতিষ্ঠান ঐশি ইলেক্ট্রনিক্স।
সিলেট নগরীর প্রবেশদ্বার ক্বিনব্রিজ মোড়ে ১৮৭৪ সালে বড়লাট নর্থব্র“কের সিলেট আগমন উপলক্ষে ঘড়িটি স্থাপন করেন মৌলভীবাজারের পৃথিমপাশার জমিদার নবাব আলী আহমদ খান। পরবর্তীতে তার ছেলের নামে ঘড়িটি পরিচিতি পায় আলী আমজদের ঘড়ি নামে।
গত ১৪২ বছর ধরে ঘড়িটি সিলেটের ঐতিহ্যের অবিচ্ছেদ্য অংশ।
সংবাদটি ভাল লাগলে শেয়ার করুন