প্রচ্ছদ

পবিত্র রমজান আত্মশুদ্ধি ও তাকওয়া অর্জনের মাস —— মাহমুদ উস সামাদ চৌধুরী এমপি

০৪ জুলাই ২০১৬, ১৩:১৭

ফেঞ্চুগঞ্জ সমাচার

imageসিলেট-৩ আসনের এমপি, প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সদস্য মাহমুদ উস সামাদ চৌধুরী বলেছেন, পবিত্র রমজান মাসে মহাগ্রন্থ আল কোরআন নাযিল হয়েছে। রহমত, বরকত ও নাজাতের এ মাসে বেশি বেশি করে কোরআন তেলাওয়াতের মাধ্যমে আল্লাহ নৈকট্য লাভ করা সম্ভব। পবিত্র রমজান আত্মশুদ্ধির ও তাকওয়া মাস। এ মাসের শিক্ষাকে কাজে লাগিয়ে জীবন পরিচালনা করতে পারলে ইহকাল ও পরকালের মুক্তি লাভ সম্ভব।
এমপি মাহমুদ উস সামাদ চৌধুরী ২জুলাই শনিবার দক্ষিণ সুরমা উপজেলার কুচাই ইউনিয়ন আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের উদ্যোগে স্থানীয় ইছরাব আলী স্কুল এন্ড কলেজ প্রাঙ্গণে ইফতার মাহফিল ও জেলা কৃষকলীগের সাধারণ সম্পাদক শাহ নিজাম উদ্দিন বৃক্ষ রোপণে জাতীয় পুরস্কার পাওয়া তার সম্মানে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।
ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আব্দুর রহমান আনার সভাপতিত্বে এবং ছাত্রলীগ নেতা ছাদিকুর রহমান ও এতেশামুল হাসান লয়েছ এর যৌথ পরিচালনায় সংবর্ধণা ও ইফতার মাহফিলে বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা আওয়ামীলীগের শিক্ষা ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক কবির উদ্দিন আহমদ, জেলা আওয়ামীলীগ নেতা আলহাজ¦ ময়নুল ইসলাম, উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক রাজ্জাক হোসেন, মোগলাবাজার থানা ওসি খায়রুল ফজল, দক্ষিণ সুরমা ডিগ্রি কলেজের অধ্যক্ষ শামসুল ইসলাম, কুচাই ইছরাব আলী স্কুল এন্ড কলেজের গভর্নিং বডির সদস্য আবুল কাশেম মন্টু, অধ্যক্ষ শাহাব উদ্দিন, লতিফা শফি চৌধুরী মহিলা ডিগ্রি কলেজের অধ্যক্ষ আমিরুল আলম খান, জেলা যুবলীগের সাধারণ সম্পাদক খন্দকার মহসিন কামরান।
সংবর্ধিত অতিথির বক্তব্য রাখেন জেলা কৃষকলীগের সাধারণ সম্পাদক শাহ নিজাম উদ্দিন। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন আওয়ামীলীগ নেতা আলী রাজা, কুচাই ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আখতার হোসেন, হাজী গুলজার আহমদ, ২৭নং ওয়ার্ড আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ছয়েফ খান, মহানগর যুবলীগ নেতা জাকিরুল আলম জাকির, কৃষকলীগ নেতা হাজী দুদু মিয়া, শমসের সিরাজ, শামীম কবির, উপজেলা যুবলীগের যুগ্ম আহবায়ক নুরুল ইসলাম, উপজেলা ছাত্রলীগ নেতা এডভোকেট শামীম আহমদ, জেলা শেখ রাসেল জাতীয় শিশু কিশোর পরিষদের সভাপতি ডাঃ রকিবুল হাসান জুয়েল, যুবলীগ নেতা ইকবাল আহমদ মিঠু প্রমুখ।
এর আগে এমপি মাহমুদ উস সামাদ চৌধুরী দক্ষিণ সুরমা, ফেঞ্চুগঞ্জ ও বালাগঞ্জ এলাকার গরীব দুস্থদের মধ্যে ঐচ্ছিক তহবিল থেকে নগদ অর্থ এবং বিভিন্ন মসজিদ ও মন্দীর উন্নয়নে অনুদান প্রদান করেন।

সংবাদটি ভাল লাগলে শেয়ার করুন
0Shares

সর্বশেষ সংবাদ শিরোনাম

ফেসবুকে ফেঞ্চুগঞ্জ সমাচার