প্রচ্ছদ

মসজিদে নববী প্রাঙ্গণে জঙ্গি হামলা, নিহত ৪

০৫ জুলাই ২০১৬, ০১:৪৭

ফেঞ্চুগঞ্জ সমাচার

imageইসলামের দ্বিতীয় পবিত্রতম স্থান মদীনার মসজিদে নববী প্রাঙ্গনে আত্মঘাতী হামলা চালিয়েছে জঙ্গিরা দুর্বৃত্তরা। এতে আত্মঘাতী হামলাকারীসহ চারজন নিহত হয়েছে।

স্থানীয় সময় সোমবার সন্ধ্যা ৮টা ৪০ মিনিটে ইফতারের সময় মসজিদের পার্কিং এলাকার একটি নিরাপত্তা চেকপোস্টে এ হামলা চালানো হয়।

হামলার সময় নিরাপত্তাকর্মীরা ইফতার করছিলেন। বোমার আঘাতে তাদের মধ্যে অন্তত তিনজন নিহত হন।

সামাজিক যোগাযোগ মাধ্যমে আসা ছবিতে দেখা যায়, মসজিদে নববীর নিরাপত্তা চৌকির কাছে একটি গাড়িতে আগুন জ্বলছে। তা থেকে আগুনের ফুলকি ছড়িয়ে পড়ছে। পাশে ছিন্নভিন্ন মরদেহ পড়ে আছে।

এদিকে একই সময় সৌদি আরবের কাতিফ শহরের একটি মসজিদেও আত্মঘাতী হামলা চালানো হয়। তবে আত্মঘাতী ছাড়া এতে কেউ হতাহত হয়িন।

এর আগে সোমবার সকালে জেদ্দায় মার্কিন কনসুলেটে আত্মঘাতী হামলা চালানো হয়। এতে হামলাকারী নিহত এবং দুই পুলিশ সদস্য আহত হন। সূত্র: আল আরাবিয়া, বিবিসি, সিএনএন, আরটি

সংবাদটি ভাল লাগলে শেয়ার করুন
0Shares

সর্বশেষ সংবাদ শিরোনাম

ফেসবুকে ফেঞ্চুগঞ্জ সমাচার