হাকালুকি হাওর ভ্রমণে ৩টি বিলাস তরী উদ্বোধন করলেন মাহমুদ উস সামাদ চৌধুরী এমপি
১০ জুলাই ২০১৬, ০০:৫৮
সিলেট-৩ আসনের এমপি, প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সদস্য মাহমুদ উস সামাদ চৌধুরী বলেছেন, হাকালুকি হাওরকে পর্যটন স্পট হিসেবে গড়ে তোলার লক্ষ্যে ঘিলাছড়া জিরো পয়েন্ট থেকে হাকালুকি হাওর হয়ে বড়লেখা পর্যন্ত সড়ক নির্মাণ করা হবে।
শীতকালে হাকালুকি হাওরের অতিথি পাখির আগমন ঘটে। সড়ক যোগাযোগের ভালো ব্যবস্থা না থাকায় অনেক পর্যটক অতিথি পাখি দর্শন থেকে বিরত থাকছেন। ভবিষ্যতে হাকালুকি হাওরকে বন বিভাগের মাধ্যমে সৌন্দর্য বর্ধনে বনায়ন করা হবে এবং দেশী প্রজাতির মাছে বংশ বৃদ্ধির জন্য ভয়াশ্রম গড়ে তোলা হবে। পুরো হাকালুকি হাওরকে একটি আধুনিক পর্যটন স্পট হিসেবে গড়ে তোলার লক্ষ্যে পরিকল্পনা গ্রহণ করা হচ্ছে।
ঘিলাছড়া জিরো পয়েন্ট থেকে হাকালুকি হাওর ও কুশিয়ার নদী পর্যটকদের জন্য ভ্রমণ বিলাসতরী সার্ভিস একটি প্রশংসনীয় উদ্যোগে। উদ্যোক্তাদেরকে আমি উৎসাহিত করেছি। যাতে পর্যটকরা নিরাপদে ভ্রমণ করতে পারেন। ঘিলাছড়া জিরো পয়েন্টে বিভিন্ন এলাকা থেকে প্রতিদিন অসংখ্য পর্যটকের সমাগম ঘটে। তারা হাকালুকি হাওরে নৌভ্রমণ করে থাকেন। মানুষের চিত্ত বিনোদনে ভ্রমণ বিলাস তরী নতুন মাত্রা যোগ হলো।
এমপি মাহমুদ উস সামাদ চৌধুরী গতকাল ৯ জুলাই শনিবার বিকেলে ফেঞ্চুগঞ্জ উপজেলার ঘিলাছড়া জিরো পয়েন্টে পর্যটকদের জন্য হাকালুকি হাওরে ব্যক্তি মালিকানাধীন ৩টি শীতাতপ নিয়ন্ত্রিত ভ্রমণ বিলাস তরীর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন। ঘিলাছড়া ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি কমর উদ্দিন চৌধুরীর সভাপতিত্বে ও উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক আব্দুল আউয়াল কয়েছে পরিচালনায় অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সাবেক চেয়ারম্যান ফয়জুল ইসলাম মানিক, ফেঞ্চুগঞ্জ থানার ওসি (তদন্ত) আবু নাসের, উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক মহিব উদ্দিন বাদল, ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মিছবাহ আহমদ চৌধুরী, বিশিষ্ট সমাজ সেবী জুবেদ আহমদ চৌধুরী শিপু, উদ্যোক্তাদের মধ্যে বক্তব্য রাখেন আজিজুর রব চিনু, একমুর রাজা জামান, মুজিবুর রহমান, আওয়ামীলীগ নেতা সিরাজুল ইসলাম চৌধুরী, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আকরাম হোসেন, সিলেট পল্লী বিদ্যুৎ সমিতি-১ এর এলাকা পরিচালক বিজন দেবনাথ, মিজানুর রহমান বাবেল, রফিক আহমদ, জেলা ছাত্রলীগ নেতা ফাহিম আহমদ শাহ, উপজেলা ছাত্রলীগের আহবায়ক মাশার আহমদ শাহ, যুগ্ম আহবায়ক মাহবুবুল ইসলাম মিসলু প্রমুখ।
ভ্রমণ বিলাস তরীর কর্তৃপক্ষ সূত্রে জানা যায়, ১৫০ জন ধারণ ক্ষমতা সম্পন্ন বিলাসতরী ঘন্টায় ৫ হাজার টাকা, ২০ জন ধারণ ক্ষমতা সম্পন্ন বিলাস তরী ঘন্টায় ২ হাজার টাকা, ১৫ জন ধারণ ক্ষমতা সম্পন্ন বিলাসতরী ঘন্টায় ১ হাজার টাকা ভাড়া নির্ধারণ করা হয়েছে। এমপি মাহমুদ উস সামাদ চৌধুরী ভ্রমণ বিলাস তরীর উদ্বোধন করে হাকালুকি হাওর পরিদর্শন করে কুশিয়ার নদী দিয়ে ফেঞ্চুগঞ্জ বাজারস্থ সামাদ প্লাজার সামনে এসে নামেন।
এর আগে এমপি মাহমুদ উস সামাদ চৌধুরী কায়স্থগ্রামে বীর মুক্তিযোদ্ধা, হাবিলদার (অবঃ) আমীর হোসেন এর নামে সড়কের নামকরণ ফলক উন্মোচন করেন।
সকালে তিনি সিলেট-ফেঞ্চুগঞ্জ সড়কের মোগলাবাজারে যানজট মুক্তকরণ বিষয়ে মোগলাবাজার পরিদর্শন করেন এবং মতবিনিময় করেন। এ সময় উপস্থিত ছিলেন সাবেক চেয়ারম্যান চুনু মিয়া, আওয়ামীলীগ নেতা শাহ ছমির উদ্দিন, সাংবাদিক জাহাঙ্গীর আলম মুসিক।