দক্ষিণ সুরমা আওয়ামীলীগ নেতা হাজী ইসমাঈল হোসেনের মৃত্যুতে এমপি সামাদ চৌ: শোক প্রকাশ
১২ জুলাই ২০১৬, ০০:০৪
দক্ষিণ সুরমা উপজেলা আওয়ামীলীগ নেতা, নগরীর ভার্থখলার টার্মিনাল রোডস্থ আনাছ ফার্মেসীর সত্তাধিকারী মোল্লারগাঁও ইউনিয়নের তেলিরাই নিবাসী হাজী ইসমাঈল হোসেন ১১ জুলাই সোমবার সন্ধ্যা ৭টায় সিলেট এম.এ.জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫২ বছর। তিনি স্ত্রী, ২ ছেলে, আত্মীয়-স্বজন সহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
সিলেট-৩ আসনের এমপি মাহমুদ উস সামাদ চৌধুরী উপজেলা আওয়ামীলীগ নেতা হাজী ইসমাঈল হোসেন আকস্মিক মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন।
শোক বার্তায় তিনি মরহুমের রূহের মাগফেরাত কামনা করে শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেছেন।
এদিকে সিলেট জেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি এডভোকেট লুৎফুর রহমান, সাধারণ সম্পাদক সাবেক এমপি আলহাজ¦ শফিকুর রহমান চৌধুরী, যুগ্ম সম্পাদক এডভোকেট নিজাম উদ্দিন, সিলেট মহানগর আওয়ামীলীগ সভাপতি সাবেক মেয়র বদর উদ্দিন আহমদ কামরান, সাধারণ সম্পাদক আসাদ উদ্দিন আহমদ, দক্ষিণ সুরমা উপজেলা আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ সাইফুল আলম, সাধারণ সম্পাদক হাজী রইছ উদ্দিন, ফেঞ্চুগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি শওকত আলী, সাধারণ সম্পাদক আব্দুল বাছিত টুটুল হাজী ইসমাঈল হোসেনের আকস্মিক মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন।
নেতৃবৃন্দ পৃথক পৃথক শোক বার্তায় মরহুমের আত্মার মাগফেরাত কামনা করে শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।
শোকবার্তায় নেতৃবৃন্দ বলেন, হাজী ইসমাঈল হোসেন একজন উদীয়মান সমাজসেবী ব্যক্তি ছিলেন। তিনি সব সময় সামাজিক শান্তি-শৃঙ্খলা রক্ষায় কাজ করেছেন। তাঁর শূন্যতা সহজে পূরণ হওয়ার নয়।
১২ জুলাই মঙ্গলবার বেলা ২টায় মরহুমের নামাজে জানাযা গোয়ালগাঁও যৌথ খামার মাঠে অনুষ্ঠিত হবে। জানাযা শেষে পারিবারিক গোরস্থানে দাফন সম্পন্ন হবে। জানা যায়, সোমবার বিকেল ৪টায় নিজ বাড়ীতে হঠাৎ অসুস্থ হয়ে পড়লে পরিবারের লোকজন তাকে সিলেট এম.এ.জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। সেখানে তিনি সন্ধ্যা ৭টায় মারা যান।
সংবাদটি ভাল লাগলে শেয়ার করুন