দক্ষিণ সুরমা ও ফেঞ্চুগঞ্জে জাতীয় ভিটামিন ‘এ’ ক্যাম্পেনের উদ্বোধন
১৭ জুলাই ২০১৬, ০৯:২৭
দক্ষিণ সুরমা ও ফেঞ্চুগঞ্জ উপজেলায় শিশুকে টিকা খাওয়ানের মাধ্যমে ১৬ জুলাই সকালে জাতীয় ভিটামিন ‘এ’ ক্যাম্পেনের উদ্বোধন করেছেন সিলেট-৩ আসনের এমপি, প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সদস্য মাহমুদ উস সামাদ চৌধুরী।
দক্ষিণ সুরমা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভিটামিন ‘এ’ ক্যাম্পেনের উদ্বোধন উপলক্ষে এক আলোচনা সভার আয়োজন করা হয়। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ আজিজ আহমেদ মালিক এর সভাপতিত্বে ও ডাঃ আব্দুস সামাদের পরিচালনায় আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন মাহমুদ উস সামাদ চৌধুরী এমপি। বিশেষ অতিথির বক্তব্য রাখেন স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা বিভাগের উপ-সচিব গৌতম কুমার সাহ, সিভিল সার্জন ডাঃ হাবিবুর রহমান, উপজেলা নির্বাহী অফিসার শাহেদ মোস্তফা, মোগলাবাজার থানার অফিসার ইনচার্জ খায়রুল ফজল। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জেলা আওয়ামীলীগ নেতা আলহাজ¦ ময়নুল ইসলাম, আওয়ামীলীগ নেতা শাহ ছমির উদ্দিন, হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সদস্য জাহাঙ্গীর আলম মুসিক। শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন স্বাস্থ্য পরিদর্শক সায়কুল ইসলাম।
ফেঞ্চুগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভিটামিন ‘এ’ ক্যাম্পেনের উদ্বোধন উপলক্ষে এক আলোচনা সভার আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন মাহমুদ উস সামাদ চৌধুরী এমপি।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ শফিকুল আলমের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন ফেঞ্চুগঞ্জ থানার ওসি আব্দুছ ছালেক, জুবেদ আহমদ চৌধুরী, আকরাম হোসেন, সিরাজুল ইসলাম প্রমুখ।