প্রচ্ছদ

চট্টগ্রাম বন্দরে অপারেশন আইরিন চালানো হচ্ছে

১৯ জুলাই ২০১৬, ১২:২৪

ফেঞ্চুগঞ্জ সমাচার

37_Fotor-1কোন ধরনের বিস্ফোরক, অস্ত্র, গোলাবারুদ ও মাদক দেশে প্রবেশ করে যেন সন্ত্রাসীদের হাতে না পৌঁছায় সে লক্ষ্যে শুল্ক গোয়েন্দা অধিদফতর ও তদন্ত আজ প্রশিক্ষিত ডগ স্কোয়াড দিয়ে চট্টগ্রাম বন্দরের জেটিতে তল্লাশি চালিয়েছে।
শুল্ক গোয়েন্দা অধিদফতর ও তদন্ত মূলত ছোট অস্ত্র ও মাদক যেন জঙ্গি ও সন্ত্রাসীদের হাতে না পৌঁছায় তাই দেশের বন্দরগুলোতে অপারেশন ‘আইরিন’ নামক এই অভিযান পরিচালনা করছে।
শুল্ক গোয়েন্দা অধিদফতর ও তদন্ত সুত্র জানায়, এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের ৩৩টি দেশের মতো বাংলাদেশেও চলছে অপারেশন ‘আইরিন’। ওয়ার্ল্ড কাস্টমস অর্গানাইজেশনের (ডাব্লিউসিও) অধীনে ‘রিজিওনাল ইন্টেলিজেন্স লিয়াজো অফিস ফর এশিয়া অ্যান্ড প্যাসিফিক’ (রাইলো এপি) এ অভিযানের সমন্বয়ের দায়িত্ব পালন করছে।
সকাল ১০টায় বন্দরের ১০ নম্বর শেড থেকে শুরু করে বিভিন্ন শেডে এ তল্লাশি অভিযান চালানো হয় এবং মঙ্গলবার এই অভিযান শেষ হবে।
বিজিবির ডগ স্কোয়াডের সহযোগিতায় শুল্ক গোয়েন্দা অধিদফতর ও তদন্ত অভিযানের কার্যক্রম পরিচালনা করছে। এ ছাড়া বন্দর, কাস্টমসসহ অন্যান্য সরকারি সংস্থা অভিযানে সহায়তা করছে।
শুল্ক গোয়েন্দা অধিদফতর ও তদন্ত’র অতিরিক্ত মহাপরিচালক হোসাইন আহমেদ জানান, মূলত বন্দর ব্যবহার করে কোন ধরনের বিস্ফোরক, অস্ত্র, গোলাবারুদ ও মাদক যেন সন্ত্রাসীরা আমদানি করতে বা খালাস করতে না পারে সে উদ্দেশে এই অভিযান চালানো হচ্ছে।
এর আগে গত শনিবার ও রোববার চট্টগ্রাম শাহ আমানত বিমানবন্দরে এ তল্লাশি অভিযান চালানো হয়।

সংবাদটি ভাল লাগলে শেয়ার করুন
0Shares

সর্বশেষ সংবাদ শিরোনাম

ফেসবুকে ফেঞ্চুগঞ্জ সমাচার