সামরিক মহড়ার জন্য দক্ষিণ চীন সাগরের অংশ বিশেষ বন্ধ ঘোষণা করল বেইজিং
১৯ জুলাই ২০১৬, ১২:৩০
ফেঞ্চুগঞ্জ সমাচার
বেইজিং বলেছে, ধারাবাহিক সামরিক মহড়া চালানোর জন্য চলতি সপ্তাহ থেকে দক্ষিণ চীন সাগরের অংশ বিশেষ দিয়ে চলাচল বন্ধ করে দেয়া হবে। চীনের পানিপথ কর্তৃপক্ষ আজ(সোমবার) এ ঘোষণা দিয়েছে।
ঘোষণায় বলা হয়েছে, চীনের দ্বীপ প্রদেশ হাইনাননের পূর্ব অঞ্চল দিয়ে চলাচল আগামীকাল থেকে বৃহস্পতিবার পর্যন্ত বন্ধ থাকবে। এটি পার্সেল এবং স্পার্টলি দ্বীপপুঞ্জ থেকে অনেকে দূরে অবস্থিত। উভয় এলাকার ওপর নিজেদের অধিকার দাবি করছে চীনসহ প্রতিবেশী কয়েকটি দেশ।
অবশ্য মহড়ার প্রকৃতি সম্পর্কে ঘোষণায় কিছুই উল্লেখ করা হয় নি। এ ছাড়া, চীনা নৌবাহিনী এবং প্রতিরক্ষা মন্ত্রণালয়ও তাৎক্ষণিক ভাবে এ নিয়ে কোনো মন্তব্য করে নি।