প্রচ্ছদ

সিলেট জেলা পরিষদের দায়িত্ব পাচ্ছেন এ্যাড. লুৎফুর রহমান

১৯ জুলাই ২০১৬, ১৬:২৯

ফেঞ্চুগঞ্জ সমাচার

65821সিলেট জেলা পরিষদের প্রশাসকের শূন্য চেয়ারে বসতে যাচ্ছেন সিলেট জেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি ও সাবেক গণপরিষদের সদস্য এডভোকেট লুৎফুর রহমান। নতুন প্রশাসক হিসেবে তাকে দায়িত্ব প্রদানের বিষয়টি চূড়ান্ত পর্যায়ে রয়েছে বলে বিশ্বস্থ সূত্রে জানা গেছে।

সর্বশেষ এ পদের দায়িত্বে ছিলেন সিলেট জেলা আওয়ামী লীগের প্রয়াত সভাপতি আব্দুজ জহির চৌধুরী সুফিয়ান। ২০১৫ সালের ০৯ সেপ্টেম্বর তার মৃত্যুতে পদটি শূন্য হয়ে যায়।

সূত্র জানিয়েছে, এরই মধ্যে নতুন প্রশাসক নিয়োগের ফাইলটি অনুমোদন দিয়েছে স্থানীয় সরকার বিভাগ। নিয়োগের সারসংক্ষেপ পাঠানো হয়েছে প্রধানমন্ত্রীর কার্যালয়ে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার অনুমোদন পেলেই নিয়োগ চূড়ান্ত হবে বলে এলজিআরডি মন্ত্রণালয়ের নির্ভরযোগ্য একটি সূত্র নিশ্চিত করেছে।

সূত্র জানায়, সিলেট জেলা পরিষদে প্রশাসক হতে যাচ্ছেন জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি লুৎফর রহমান। সিলেট ছাড়াও আরো তিনটি জেলা পরিষদে প্রশাসক নিয়োগের বিষয়টি প্রায় চূড়ান্ত হয়েছে। সবকটিতেই সরকারদলীয় বয়োজ্যেষ্ঠ নেতাদের দায়িত্ব দেয়া হচ্ছে।

সাবেক গণপরিষদ সদস্য এডভোকেট লুৎফুর রহমান দীর্ঘদিন ধরে আওয়ামী লীগের রাজনীতির সাথে সম্পৃক্ত। সিলেটের ওসমানীনগর উপজেলার পশ্চিম পৈলনপুর ইউনিয়নের বড় হাজীপুর গ্রামে জন্মগ্রহণ করেন তিনি। সত্তরোর্ধ্ব রাজনৈতিক এই ব্যক্তি বর্তমানে সিলেট জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন।

সর্বশেষ সিলেট জেলা পরিষদের প্রশাসক ছিলেন আব্দুজ জহির চৌধুরী সুফিয়ান। গত বছরের ৯ সেপ্টেম্বর তিনি ইন্তেকাল করেন। এরপর থেকে পদটিতে কে বসতে যাচ্ছেন সে নিয়ে নানা জল্পনা-কল্পনা চলে আসছে। এ পদে দায়িত্ব লাভে আওয়ামী লীগ ছাড়াও ১৪ দলের কয়েকজন নেতার নাম আলোচনায় রয়েছে।

সংবাদটি ভাল লাগলে শেয়ার করুন
0Shares

সর্বশেষ সংবাদ শিরোনাম

ফেসবুকে ফেঞ্চুগঞ্জ সমাচার