প্রচ্ছদ

প্রধানমন্ত্রী শেখ হাসিনা গণভবনের লেকে নাতি-নাতনিদের সঙ্গে নিয়ে মাছের পোনা অবমুক্ত করেন

২০ জুলাই ২০১৬, ১৮:২৬

ফেঞ্চুগঞ্জ সমাচার

imageসরকার আগামী পাঁচ বছরের মধ্যে গভীর সমুদ্রে সম্পদ আহরণের উদ্যোগ নেবে উল্লেখ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ৫ বছরের মধ্যে এই সম্পদ আহরণ না করলে এগুলো হাতছাড়া হবার ভয় আছে। কাজেই আমরা দ্রুত ব্যবস্থা নিতে চাচ্ছি।

প্রধানমন্ত্রী বলেন, এখানে যেমন খনিজ সম্পদ পাওয়া যাবে আবার খাদ্য সম্পদও প্রচুর আছে। যারাই আসুক আমরা তাদের সম্পদ আহরণের সুযোগ দিতে চাই। অন্তত আমরা সমুদ্র সম্পদ আহরণ শুরু করতে চাই।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বুধবার সকালে রাজধানীর বাংলাদেশ কৃষিবিদ ইনস্টিটিউশন মিলনায়তনে জাতীয় মৎস্য সপ্তাহ এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন। খবর: বাসস

প্রধানমন্ত্রী তার বক্তব্যে মৎস্য সম্পদ উৎপাদন, প্রক্রিয়াকরণ, বাজারজাত এবং বিদেশে রপ্তানির ক্ষেত্রে তার গুণগত মান বজায় রাখার আহবান জানান। তিনি এ সময় যে কোন পণ্যই উৎপাদন, বাজারজাত এবং রপ্তানীর ক্ষেত্রেও গুণগত মান বজায় রাখার তাগিদ দেন।

প্রধানমন্ত্রী বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সমুদ্রসীমা আইন করে গিয়েছিলেন এবং তারই ভিত্তিতে আমরা এই সমস্যার সমাধান করে সমুদ্রসীমা অর্জন করতে সমর্থ হয়েছি।

তিনি বলেন, এখন এই সমুদ্রসীমাকে আমাদের কাজে লাগাতে হবে। এখানে বহুমুখী সম্পদ রয়েছে। এখানে যেমন খনিজ সম্পদও পাওয়া যাবে আবার খাদ্য সম্পদও প্রচুর আছে। সেগুলি এখন প্রয়োজন আহরণ করা এবং ব্যবহার করা। অর্থাৎ ‘ব্লু ইকোনমি’র উপর আমরা জোর দিয়েছি। তার সরকার ইতোমধ্যে সমুদ্রে মৎস সম্পদ জরিপ-গবেষণা সম্পন্ন করার জন্য ‘আর ভি মিন সন্ধ্যানী’ নামে একটি জরিপ জাহাজ ক্রয়ের পাশাপাশি আরও বেশ কিছু পদক্ষেপ নিয়েছে বলেও প্রধানমন্ত্রী জানান।

মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের মন্ত্রী মোহাম্মদ ছায়েদুল হক অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। মৎস্য ও প্রাণি সম্পদ মন্ত্রণালয়ের সচিব মো. মাকসুদুল হাসান খান অনুষ্ঠানে স্বাগত বক্তৃতা করেন।

অনুষ্ঠানে প্রধানমন্ত্রী জাতীয় মৎস পুরস্কার ২০১৬ প্রদান করেন। মৎস্য সম্পদ উৎপাদন ও ব্যবস্থাপনায় অভাবনীয় সাফল্যের জন্য ৬টি শ্রেণিতে ২০ জন ব্যক্তি-প্রতিষ্ঠান-সংস্থাকে জাতীয় মৎস্য পুরস্কার ২০১৬ প্রদান করা হয়। ৫টি স্বর্ণ এবং ১৫টি রোপ্য পদক প্রদান করা হয়।

সংবাদটি ভাল লাগলে শেয়ার করুন
0Shares

সর্বশেষ সংবাদ শিরোনাম

ফেসবুকে ফেঞ্চুগঞ্জ সমাচার